২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৫:০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বেসরকারি উদ্যোগে দরিদ্রমুক্ত দেশ গড়ে উঠবে - আসাদুজ্জামান খান কামাল ৭০ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে, বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবি ‘বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন’ ভূল স্বীকার করে সরে দাড়ানোয় একজনের বহিস্কারাদেশ প্রত্যাহার বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত ‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান


জ্যামাইকার মেলা নিয়ে সংবাদ সম্মেলন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৬-২০২২
জ্যামাইকার মেলা নিয়ে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নাসির আলী খান পল


 পথ শিশুদের সাহায্যার্থে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশনের আয়োজনে গত ২৯ মে জ্যামাইকায় পথ মেলা অনুষ্ঠিত হয়। সেই পথমেলা নিয়ে মেলার অন্যতম আয়োজক নাসির আলী খান পল এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনটি গত ৪ জুন সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাবে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাসির আলী খান পলের স্ত্রী স্বপ্না খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মেলার শেষ হবার মাত্র

৬ দিনের মাথায় আপনাদের সামনে কিছুটা হিসাব নিয়ে হাজির হতে পেরে আমরা আনন্দিত। নিউইয়র্কে এই রীতিটা একটু ব্যতিক্রম। সর্ব প্রথমে স্বীকার করছি এত বড় একটা মেলা করতে গিয়ে কিছুটা ভুল ত্রুটি আমাদের হয়েছে। তবে নিজের প্রাণপ্রিয় আদরের মেয়েটার বিয়েতেও বাবা- মার অজান্তে কিছু ভুল হয়ে যায়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আমরা আজকে বাংলাদেশের হতভাগা পথ শিশুদের জন্য ছায়াতল বাংলাদেশের প্রতিনিধির হাতে ২০৪৩ ডলারের চেক বুঝিয়ে দেব আপনাদের সামনে। এই প্রথমবারের মত পথ শিশুদের পাইলট প্রোগ্রামটা আমরা মনে করি স্বার্থক হয়েছে সবার ঐকান্তিক প্রচেষ্টায়। তিনি আরো বলেন, আমরা জাগরণ নামে বাংলাদেশী এক সংগঠনকেও সাহায্যের কথা বলেছিলাম। আমাদের আরো কিছু অর্থ কালেক্ট হলে সেটা জাগরণকে দেয়া হবে। আপনারা পরবর্তিতে তা জানতে পারবেন। অনুষ্ঠান সম্পর্কে কিছু এক্সপ্লেনেশন দিতে চাই। আমাদের পোস্টার এবং সমস্ত প্রচার অনুষ্ঠানের সময় বেলা ২টা থেকে ৮টা পর্যন্ত ছিলো। রেকর্ডেড স্টোপেজ টাইম ওয়াজ ৭:৭৫ পিএম। মাত্র ১৫ মিনিট আগে অনুষ্ঠান বন্ধ হয়েছে। কেউ কেউ রিপোর্টে উল্লেখ করেছেন ১ ঘন্টা আগে মেলা বন্ধ হয়েছে। এই তথ্য ভুল। সময়ের স্বল্পতার জন্য র‌্যাফেল ড্র করতে পারিনি এটা আমাদের অপরাগতা। তবে সবাইকে টিকিটের পয়সা ফেরত দেয়া হচ্ছে।

কেউ যদি টিকিটের অর্থ ফেরত না নেন তাহলে সেটা আমরা পথ শিশুদের ফান্ডে প্রদান করবো। শিল্পী কনক চাপা একটি সৌজন্যেমূলক গান দর্শকদের অনুরোধে গেয়েছেন। কনক চাপার গান না করার প্রধান কারণ কনফিক্ট অব ইন্টারেস্ট উইথ আলম খান। কেননা এনআরবি এওয়ার্ড অনুষ্ঠানে কনক চাপা প্রধান শিল্পী এবং সেটার গেটে প্রবেশ মূল্য ৬০-১০০ ডলার ছিল। কনক চাপা যদি আমার প্রবেশ মূল্য ছাড়া অনুষ্ঠানে গান করতেন তবে সেটা আলমের অনুষ্ঠানে অ্যাফেক্ট হতো। এটা চিন্তা করে উনি গান না করে ছায়াতল বাংলাদেশের এ্যাম্বাসেডর হিসাবে উপস্থিত হয়েছেন। তিনি বলেন, স্পন্সরে অনেকের নাম আছে। তাদের পারমিশন নিয়ে আমরা তাদের নাম দিয়েছি। আজ অবদি মাত্র ৫০% আমাদের রেসপন্স করেছে বাকিরা চিরচারিত প্রথা অনুযায়ী এখনও যোগাযোগ করছে না।

আমাদের সব কালেকশন শেষ হলে কমিটি মিটিং-এ আবার ফাইনাল হিসাব নিয়ে বসবো ইনশাল্লাহ। কিছু দুঃখজনক কথা বাধ্য হয়ে বলতে চাই। ভাল কাজ করতে গেলে সমালোচনা হবে। তবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোন পত্রিকায় রিপোর্ট প্রকাশ করা উচিত নয় বলে আমি মনে করি। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জ্যামাইকায় নেতৃত্বের সংকট রয়েছে। এখানে নেতা বেশি, কর্মি নেই। আমি ভুল নেতৃত্ব দিতে চাই না।

শেয়ার করুন