২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৫:৩০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :


পুলিশ বলছে হেইট ক্রাইম
বাফেলোয় সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
বাফেলোয় সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০ সুপারমার্কেটে গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ


 নিউইয়র্কসহ পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে নিউইয়র্কের অবস্থা খুবই নাজুক। প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। এ নিয়ে মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মানুষ এখন আর তাদের নিরাপদ মনে করতে পারছে না। সবাইকে আতঙ্কের মধ্যে কাজ যাচ্ছে এবং বাসায় ফিরে আসছে। তবে নিউইয়র্কের সাবওয়েগুলোতে এখন আর মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভয় পাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত ১৪ মে বিকেলে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শনিবার বিকেলে বাফেলোর টপস ফ্রেন্ডলি সুপারমার্কেটে রাইফেল নিয়ে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে অন্তত ১০ জন নিহত ও ৩ জন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ সময় ওই ব্যক্তি পুরো ঘটনাটি অনলাইনে লাইভ দেখান।

ঘটনার পরপর সন্দেহভাজন হিসেবে ওই সুপারমার্কেট থেকে ১৮ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বাফেলো শহরের পুলিশ টুইট বার্তায় জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের বাফেলো অফিসের কর্মকর্তা স্টিফেন বেলোনজিয়া সাংবাদিকদের বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এ ঘটনা ঘৃণামূলক অপরাধ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত সহিংস চরমপন্থার ফল। সেই আলোকেই ঘটনার তদন্ত করা হচ্ছে। শহরটির পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া জানান, ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাফেলোর মেয়র বায়রন ব্রাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল টুইট বার্তায় বলেন, বাফেলোয় গুলির ঘটনা গভীরভাবে পর্যবেণ করা হচ্ছে।

এই ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে ওই সুপারমার্কেট থেকে ১৮ বছরের শ্বেতাঙ্গ তরুণ পেটন গেন্ড্রনকে আটক করে পুলিশ। তিনি পেনসিলভানিয়া সীমান্তের কাছাকাছি নিউইয়র্কের সাউদার্ন টায়ারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বর্ণবাদে উত্সাহী হয়ে পেটন এই হামলা চালান। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেন, হামলাকারী তাঁর ঘৃণ্য কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করেছেন। যে প্ল্যাটফর্ম থেকে এটি সম্প্রচার করা হয়েছে, তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি হতাশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাফেলোর ঘটনাটিকে ‘ঘৃণ্য’ কাজ আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ঘৃণার কোনো নিরাপদ আশ্রয় নেই। ঘৃণা থেকে সৃষ্ট সন্ত্রাসবাদের অবসান ঘটাতে সামর্থ্যের সবকিছুই করতে হবে।

ক্যালিফোর্নিয়ায় গির্জায় গুলি, একজন নিহত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে অনমশত একজন নিহত হয়েছেন। গুাংতর আহত হয়েছেন আরো ৪ জন। গত ১৫ মে বিকেলে এ ঘটনা ঘটে। নিউইয়র্কের বাফেলো শহরে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটল।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের অরেঞ্জ কাউন্টির শেরিফের দফতর টুইট বার্তায় জানায়, রোববার বিকেলে স্থানীয় জেনেভা প্রিসবেটেরিয়ান গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সবাই প্রাপ্তবয়স্ক। গির্জায় গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে অস্ত্রসহ আটক করেছে স্থানীয় পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় জানানো হয়নি। এই ঘটনার কারণ সম্পর্কেও প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত মার্চে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো শহরের একটি গির্জায় গুলি চালিয়ে নিজের অপ্রাপ্তবয়স্ক তিনজন সন্তানকে হত্যা করেন এক বাবা। পরে তিনি আত্মহত্যা করেন। অন্যদিকে এপ্রিলে অঙ্গরাজ্যটির একই শহরের সড়কে বন্দুকধারীর গুলিতে কমপে ৬ জন নিহত ও ৯ জন আহত হন।

শেয়ার করুন