০৩ মে ২০১২, শুক্রবার, ৬:৫৩:১৯ পূর্বাহ্ন


মার্কিন জিডিপিতে ৪০ শতাংশ অবদান রাখছে এশিয়ানরা
এস এম সোলায়মান
  • আপডেট করা হয়েছে : ১৮-১০-২০২৩
মার্কিন জিডিপিতে ৪০ শতাংশ অবদান রাখছে এশিয়ানরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা


আমেরিকায় বসবাসের কারণে এশিয়ার ৪৮টি দেশের হাজার হাজার ব্যবসায়ী এ দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। অথচ কমিউনিটি নেতৃত্বের অভাবে মার্কিন সরকারের দেওয়া সুযোগ-সুবিধা ও আইনি সহায়তার সবটুকু পাচ্ছেন না তারা। আমেরিকান চেম্বার অব কমার্সের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে সব সুবিধা আদায় সম্ভব বলে মত দেন বক্তারা। 

এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জয় চৌধুরীর সভাপতিত্বে গত ১৩ অক্টোবর শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস জুইস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব আশার কথা শোনালেন।

মার্কিন জিডিপিতে ৪০ শতাংশ অবদান চীন, বাংলাদেশসহ এশিয়ার ৪৮ দেশের ব্যবসায়ীদের। মোট ব্যবসার ৬২ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি পর্যারের এশিয়ার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে কিন্তু কিছু আইনগত সীমাবদ্ধতার কারণে মার্কিন সরকারের দেওয়া সব সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারছেন না এই ব্যবসায়ীরা। এজন্য এশিয়ান-আমেরিকান চেম্বারকে শক্তিশালী করার তাগিদ নেতাদের।

আশার কথা শোনান সম্মিলনে আসা অন্য চেম্বার নেতারাও। শুধু চেম্বার নেতারা নয়, নিউইয়র্ক স্টেট গভর্নর কমিশনার, সিটি কমিশনারসহ-সরকারি নানা সংস্থার প্রতিনিধিরাও সম্মিলনীতে যোগ দেন। তারা সরকারের তরফ থেকে ব্যবসা সম্প্রসারণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এশিয়ার ৪৮ দেশের ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে এধরনের আয়োজন নিউইয়র্কে এটিই ছিল প্রথম। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশিসহ এশিয়ার ১০টি দেশের ব্যবসায়ী নেতাকে সম্মাননা প্রদান করেন এশিয়ান চেম্বার অব কমার্স। 

ব্যবসায়ী সম্মিলনে বক্তব্য রাখেন নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, নিউইয়র্ক সিটি স্মল বিজনেস এক্সিকিউটিভ ডাইরেক্টর মাইকেল ফগ, নিউইয়র্ক স্টেট পোর্ট অথরিটি ডাইরেক্টর হার্স, ইন্দোনেশিয়ান লিডার অ্যাটর্নি ইভ চো গুইলেরগন, নিউইয়র্ক কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার আবদুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী, খোরশেদ খন্দকার, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সেক্রেটারি জে মোল্লা সানী, সিপিএ মোহাম্মদ চিশতি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মানসহ এশিয়ান আমেরিকান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

শেয়ার করুন