২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০৫:০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :


বাফেলোতে বারী হোম কেয়ারের তৃতীয় শাখা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
বাফেলোতে বারী হোম কেয়ারের তৃতীয় শাখা ফিতা কেটে বারী হোম কেয়ারের উদ্বোধন


অনন্য সেবা এবং সাফল্যের  ধারাবাহিকতায় বারী হোম কেয়ারের তৃতীয় শাখা বাফেলোতে উদ্বোধন করা হয়েছে গত ২২ মে রবিবার বিকেল পাঁচটায়। বাফেলোর বাংলাদেশ প্লাজায় বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী, কমিউনিটির প্রিয়মুখ, বাফেলো বাংলাদেশ প্লাজার কর্নধার মো: মামুনের সহযোগীতায় বারী হোম কেয়ারের অষ্টম শাখা এবং বাফেলোতে তৃতীয় শাখার উদ্বোধন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ঈমাম। এরপরে আনন্দঘন পরিবেশে মো: মামুনের নেতৃত্বে ফিতা কেটে সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী এবং লেখক, সাংবাদিকসহ নিউইয়র্ক-বাফেলো বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্যে তৃতীয় বাফেলো শাখার পরিচালক মো: মামুন জানান বাফেলোতে বারী হোম কেয়ারের মত অনন্য একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পেরে তিনি অনেক আনন্দিত এবং আপ্লুত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাঞ্জল বক্তব্য রাখেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী, নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকান লায়ন্স কাবের প্রেসিডেন্ট আহসান হাবীব, সেক্রেটারি সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট একেএম রশীদ, ডিরেক্টর মো: হেলাল উদ্দিন, নিউ ইয়র্কের বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বগুড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাব্বত আকন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন বাফেলোর প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের গুণীজনেরা। বারী হোম কেয়ারকে বাফেলোতে পেয়ে সকলেই আনন্দিত এবং আপ্লূত বলে জানান। এবিষয়ে সকলেই স্ব স্ব বক্তব্যে তাদের আনন্দ-উচ্ছ¡াস প্রকাশ করেন এবং বারী হোম কেয়ারের ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী তার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে বাফেলোবাসীর প্রতি তাদের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন এবং অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

উল্ল্যেখ্য, নিউ ইয়র্কে রয়েছে বারী হোম কেয়ারের ছয়টি শাখা। বাফেলোতে বর্তমান গ্রাহক এবং নতুন গ্রাহকদের চাহিদা ও সুবিধার্থে বাফেলোর বাংলাদেশ প্লাজা, ৩১০১ বাইলে এভিনিউ বাফেলো - ১৪২১৫ এই ঠিকানায় উদ্বোধন হল বারী হোম কেয়ারের তৃতীয় শাখার। যোগাযোগ - মো: মামুন ৩৪৭-৩৫৭-৪২৫৩। এর আগে গত বছর বাফেলোতে উদ্বোধন হয় বারী হোম কেয়ারের প্রথম এবং দ্বিতীয় বাফেলো শাখার। যোগাযোগ: ৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬ এই ,৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬।

নিউ ইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য  অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দতার সাথে। প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে হোমকেয়ার সার্ভিস দিয়ে থাকে। দ্রুততার সাথে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে।

শেয়ার করুন