০৪ মে ২০১২, শনিবার, ০৩:১৮:১৮ অপরাহ্ন


সাকিবদের লজ্জা দিয়ে সহজেই জিতল ওইন্ডিজ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৬-২০২২
সাকিবদের লজ্জা দিয়ে সহজেই জিতল ওইন্ডিজ বাংলাদেশের ব্যাটসম্যানদের একের পর এক আউট করে এভাবেই আনন্দ করে ওয়েষ্টইন্ডিজের খেলোয়াড়রা। বোলিংয়ের এ সাফল্য ছিল ব্যাটেও। ফলে প্রথম টেষ্টে জয় তাদের অনায়াসেই/ছবি সংগৃহীত


বাংলাদেশের দ্বায়িত্বশীল ব্যাটসম্যানরা যেভাবে টেষ্টম্যাচ শুরু করে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। রেজাল্টটাও সেভাবেই হলো। স্বাগতিক ওয়েষ্টইন্ডিজ সহজেই জিতে গেল প্রথম টেষ্ট বাংলাদেশ টেষ্ট দলকে লজ্জা দিয়ে। 

এন্টিগাতে অনুষ্টিত এ ম্যাচে ৭ উইকেটে জিতেছে ওয়েষ্টইন্ডিজ। এ ফলাফলে বাংলাদেশের ব্যার্থতা যে চলমান সেটার প্রমান মিললো। মাঝে বিসিবি’র যেসব উদ্যোগ,সেগুলো নিরর্থক প্রমান করে দিয়েছেন ক্রিকেটাররা।

একটা টেষ্টম্যাচের প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়ার পর ওই ম্যাচের রেজাল্ট কী হতে পারে সেটা ঠাহর করতে এক্সপার্ট হওয়ার দরকার নেই। ওয়েষ্টইন্ডিজ তাদের প্রথম ইনিংস শেষ করে ২৬৫ রানে। এখানে বাংলাদেশের বোলারদের কিছুটা কৃতিত্ব থাকলেও আসলে সেটা অতটা নয়। কারন ১০৩ রানের স্বল্পরানের বিপক্ষে ওই স্কোরটা যথেষ্টই। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের সে অবস্থা। 

এক সময় সাকিব ও সোহান মিলে ব্যাটিংয়ের অব্যাহত বাজে অবস্থা থেকে কিছুটা রেহাই দেন। কিন্তু তাদের শতাধিক রানের পার্টণারশীপ মোটেও চ্যালেঞ্চিং হয়নি। শেষ পর্যন্ত এ দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরী (সাকিব ৬৩,সোহান ৬৪) আউট হওয়ার পর শেষ হয় ইনিংস ২৪৫ রানে। এরপর ওয়েষ্টইন্ডিজ জয়ের জন্য ৮৪ রানের টার্গেট পেলে সে লক্ষ্যে পৌছে যায় হেসে খেলে। তিন উইকেটের পতন হলেও রিল্যাক্সই ছিলেন তারা। জিতে যান ম্যাচ সহজেই বড় ব্যাবধানে। সাকিবদের লজ্জা দিয়ে সহজেই জিতল ওয়েষ্টইন্ডিজ|  জন ক্যাম্বেল ও ব্লাকউড মিলে জয় নিয়ে প্যাভেলিয়নে ফেরেন।  


শেয়ার করুন