০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৪:০৮:০০ পূর্বাহ্ন


প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ
মিশিগানে বাংলাটাউন নামফলকে কালি লেপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
মিশিগানে বাংলাটাউন নামফলকে কালি লেপন বাংলা টাউন লেখার ওপর কালি লেপন করে দেয়া হয়।


মিশিগানের ডেট্রয়েট বাংলাটাউন নামফলকে কালো কালি লেপন করে দিয়েছে দুর্বৃত্তরা। গত ৫ নভেম্বর বিষয়টি স্থানীয় প্রবাসীদের নজরে আসে। তাদের ধারণা, ৪ নভেম্বর দিবাগত রাতের যে কোনো সময়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। 

এ ঘটনায় বাংলাদেশি প্রবাসীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। প্রবাসীরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। এদিকে দুর্বৃত্তদের চিহ্নিত করতে ডেট্রয়েট সিটি পুলিশ তদন্তে নেমেছে। বাংলাটাউন নামফলকের দু’পাশে কালো রঙ দিয়ে লেপন করে দেয়ায় ফলকটি শ্রীহীন হয়ে পড়েছে। ডেট্রয়েট সিটি পুলিশকে ঘটনার তদন্তের জন্য সরেজমিন পরিদর্শন করেছেন। 

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এবং আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা খচিত বাংলাটাউন এই ফলকটি নির্মাণ করে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স। ২০১৭ সালের ২০ অক্টোবর ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডোগান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালে ৬ নভেম্বর মিশিগান স্টেটের তৎকালীন গভর্নর রিক স্নাইডার এই এলাকাকে আনুষ্ঠানিকভাবে বাংলাটাউন স্বীকৃতি প্রদান করেন।  

ডেট্রয়েট-হ্যামট্রাম্যাক শহরের প্রবেশমুখের কনান্টে দৃষ্টিনন্দন বাংলাটাউন ফলকটি বাংলাদেশিসহ অন্য দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। বাংলাদেশি ঐতিহ্য বহন করে আসা এই ফলকটি মিশিগানে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্পট।

শেয়ার করুন