“আমরা বাংলাদেশী আমেরিকান”র উদ্যোগে গত ১৯ জুন রোববার ব্রঙ্কসে পালিত হলো বিশ্ব বাবা দিবস। ১৪৫৭ ইউনিয়নপোর্ট রোডে খলিল বিরিয়ানীর সামনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জামাল উদ্দিন আহম্মেদ (কাওছার)। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী রবি-উজ-জামান।
বাবা দিবসের তাত্পর্য নিয়ে বক্তব্য রাখেন এডভোকেট এন মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মনজুর আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা মোস্তফা আহম্মেদ ভুঁইয়া, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা বশির উদ্দিন মুন্সি, মুক্তিযোদ্ধা এম এ নাসির, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্য সানাউল্লাহ, সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল, এমডি আঃ কাইয়ুম, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, নাসির উদ্দিন চিনু চেয়্যারমান, শুধাংশ কুমার মন্ডল, শ্যামল কান্তি চন্দ্র, হীরা লাল দাস, আব্দুল মজিদ, মোহাম্মদ ভুইঁয়া, আমির হোসেন ভুইয়া, কাজী হাফিজুল হক, খোরশেদ আলম বিপ্লব, খলিলুর রহমান, সরাফত উদ্দিন পাটোয়ারী (স্বপন), কামাল হোসেন, মকবুল মিয়া, রিজু আহমেদ, মাহাতাব খান, রাজ্জাক মোহাম্মদ, আঃ লতিফ, একরাম উল্লাহ, ছোবহান মন্ডল, শুক্কুর আলী, জীবন বিশ্বাস, মুহাম্মদ মাসুদ কাজী।
অনুষ্ঠানে সহযোগিতা করেন জীবন সরকার, সংগঠক ও উপস্থাপক আব্দুল্লাহ্ রেজা, মোঃ শামীম, সেলিম রেজা, সৈয়দ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বাবা দিবস উপল্েয একটি কেক কাটা হয় এবং কয়েকজন মুরুব্বীকে পাঞ্জাবি উপহার এবং ফুল দিয়ে বাবা দিবসের শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিবিএর সাবেক সভাপতি এ ইসলাম মামুন।
বাবা দিবস উদযাপন
গত ১৯ জুন রবিবার ছিলো বাবা দিবস। দিবসটি প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালন করা হয়। এই দিবস পরিবারগুলোর জন্য তাদের বাবাদের উদযাপন করার একটি সুযোগ। অনেক পরিবারেই তাদেরকে উপহার দেওয়া হয়। আবার পরিবারগুলো বাবাদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়ায় সেগুলোতে বসার আর কোন জায়গাই বাকি থাকে না।
হিস্টরি ডট কম-এর মতে, ৫ জুলাই ১৯০৮ তারিখে প্রথম বাবা দিবস পালন করা হয়েছিল। সেই সময়ে ওয়েস্ট ভার্জিনিয়ার এক গির্জায় ৩৬২ জন পিতার স্মরণে এক প্রার্থনার আয়োজন করে। ঐ ৩৬২ জন, মনোনগাহ্-র ফেয়ারমন্ট কয়লা কোম্পানির খনিতে হওয়া এক বিস্ফোরণে তার আগের ডিসেম্বরে নিহত হয়েছিলেন। তবে, এই আয়োজনটি একবারই করা হয়েছিল এবং প্রতিবছর তা উদযাপন করা হত না।
হিস্টরি জানায়, তার পরের বছর সোনোরা স্মার্ট ডড নামে ওয়াশিংটনের স্পোকেনে বসবাসকারী এক নারী, তার সম্প্রদায়ে বার্ষিক বাবা দিবস পালন করার জন্য সমর্থন জোটানো আরম্ভ করেন। অবশেষে তিনি সফল হন। ১৯১০ সালে ওয়াশিংটন অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত রাজ্যজুড়ে বাবা দিবস উদযাপন করে।
দেশজুড়ে বাবা দিবস উদযাপন ছড়িয়ে পড়া বেশ ধীরগতিতেই হয়েছিল। তবে এখন, হিস্টরি বলছে, আমেরিকানরা প্রতি বছর বাবা দিবসের উপহার কিনতে ১০০ কোটি ডলারেরও বেশি ব্যয় করে।