২০ এপ্রিল ২০১২, শনিবার, ০৯:১৯:৫৪ অপরাহ্ন


খালেদার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
খালেদার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভ স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভে বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ


বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের সামনে। কনসান্ট সিটিজেন অব বাংলাদেশী আমেরিকান’র আয়োজনে গত ২১ জুন দুপুরে স্টেট ডিপার্টমেন্টের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে যোগ দিতে নিউইয়র্ক থেকে বাস যোগে এবং ব্যক্তিগত গাড়িতে করে কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন। মূলত: ভার্জিনিয়া বিএনপি, মেরিল্যান্ড বিএনপি এবং ওয়াশিংটন বিএনপির নেতৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশের মূল দায়িত্ব পালন করেন। তাদের যোগ দেন যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। তারা তাদের বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। সেই সাথে বর্তমান শেখ হাসিনা সরকারের পদত্যাগ করে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। তারা আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির শিকার। যে কারণে ফরমায়েশী রায়ের মাধ্যমে বেগম জিয়াকে সাজা দেয়া হয়। এ ছাড়াও তারা তারেক রহমানের সকল মামলা তুলে নেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, মাহফুজুল মাওলানা নান্নু, রিয়াজ মাহমুদ, জাসাসের সাবেক সভাপতি হাজী আবু তাহের, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, বিএনপি নেতা মোহাম্মদ বশির, হাবিবুর রহমান সেলিম রেজা, ভিপি জসীম উদ্দিন, আহবাব চৌধুরী খোকন, পারভেজ সাজ্জাদ, গোলাম মাহমুদ, ভার্জিনিয়া বিএনপির সভাপতি জহির খান, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ওয়াশিয়টন বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মেরিল্যান্ড বিএনপির সভাপতি শহীদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম, সৈয়দা মাহমুদা শিরিন, আমানত হোসেন আমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, কামরুন কনা, নিউজার্সি বিএনপির সভাপতি কাওসার শাহীন, দেওয়ান কাওসার, খলকু রহমান, শাহাদত হোসেন রাজু, সাঈদুর খান ডিউক, নাছিম আহমেদ, ড. নুরুল আমিন পলাশ, নূরুল ইসলাম, আমিনুল ইসলাম কচি, আনোয়ার হোসেন, সালেহ আহমেদ মানিক, বদরুল হক আজাদ, মাকসুদ চৌধুরী, মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ জহিরুল ইসলাম, কাজী মোহাম্মদ আসাদ উল্লাহ, মোহাম্মদ নজরুল ইসলাম, রুবি চৌধুরী, শফিকুর রহমান, মোহাম্মদ আব্দুর রশিদ, খায়রুল কবীর, মোহাম্মদ তাজুল ইসলাম, নান্নু মিয়া, আনিছুর রহমান, খোরশেদ আলম, বিপ্লব হোসেন, আজিজুল হক, আজিজুর রহমান, এমডি নাসির, সৈয়দ ফখরুদ্দিন, শহীদুল, সৈয়দ হাসমত আলী, হাবিবুর রহমান, আরিফ মিয়া, এম এ কাইয়্যুম, সাইফুর রহমান, মনির খান, ইশরাফিল হোসেন, মোজাম্মেল হক, এইচ রহমান, জিয়াউর রহমান, আলি হোসেন, মোহাম্মদ মোমেন, জামাল হোসেন, হাবিবুল আলম, বশির আহমেদ, এমডি হেলাল, রুবেল, এমএম মিজানুর রহমান, রায়হান উদ্দিন, ইফজাল ইসলাম, নাফিসা হামিম, মোসাম্মেত আক্তার, হাজী শহীদুল ইসলাম শিকদার প্রমুখ।

গিয়াস আহমেদ বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিহিংসার শিকার। যে কারণে বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কোন দুর্নীতি করেননি। তাকে যে জন্য জেলে রাখা হয়েছে বা সাজা দেয়া হয়েছে সেই অর্থ এখনো ব্যাংকে রয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হয়েছে। যে কারণে তিনি খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। সেই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, শেখ হাসিনার পতনে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে এবং আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে।

মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, আমাদের এখন একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনার বিদায়। তিনি বলেন, শেখ মুজিবও বাকশাল কায়েম করে ক্ষমতায় থাকতে পারেনি, শেখ হাসিনাও পারবে না।

শেয়ার করুন