১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:৫০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


১০ হাজার ইসরায়েলি সেনা মানসিক সমস্যায় আক্রান্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
১০ হাজার ইসরায়েলি সেনা মানসিক সমস্যায় আক্রান্ত প্রতীকী ছবি


গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলি সেনাদের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার ইসরায়েলি সেনা চিকিৎসা গ্রহণ করেছেন, যাদের মধ্যে অন্তত ১০ হাজার সেনা মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। ইসরায়েল টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা নেওয়া সেনাদের মধ্যে ৫৬ শতাংশই যুদ্ধজনিত মানসিক আঘাতে ভুগছেন। তাদের অনেকে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন ২০ হাজার সেনা। এর মধ্যে ৪৫ শতাংশ শারীরিকভাবে আহত, এবং ৩৫ শতাংশ পিটিএসডি-তে ভুগছেন। আরও ২০ শতাংশ সেনা একযোগে শারীরিক ও মানসিক—দুই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন।

এই আহতদের মধ্যে ৯ শতাংশ মাঝারি থেকে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত, ৫৬ জন সেনা স্থায়ীভাবে অক্ষম, এবং ৯৯ জনের দেহের কোনো অঙ্গ ছিন্ন হওয়ায় কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে।

পুনর্বাসন বিভাগ জানিয়েছে, শুধু এই যুদ্ধে নয়, ইসরায়েলের আগের বিভিন্ন যুদ্ধে আহত ৮১ হাজার ৭০০ জন সাবেক সেনা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৩১ হাজারের বেশি মানসিক রোগে ভুগছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় আশঙ্কা করছে, এই সংখ্যাটি ২০২৮ সালের মধ্যে ১ লাখে পৌঁছাতে পারে।

এদিকে এই বিশাল সংখ্যক রোগীর চিকিৎসা ব্যয় মেটাতে মন্ত্রণালয়ের বাজেট বিশাল আকার ধারণ করেছে। বর্তমানে পুনর্বাসন বিভাগের মোট বাজেট ৮.৩ বিলিয়ন ডলার। এর মধ্যে মানসিক স্বাস্থ্য চিকিৎসার জন্য বরাদ্দ মাত্র ৪.১ শতাংশ।

শেয়ার করুন