০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০৮:২৯:২৫ অপরাহ্ন


কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে?
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৫
কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড


অভূতপূর্ব জনপ্রিয়তা আর অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও ক্রিকেটে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে কাক্সিক্ষত অবস্থানে পৌঁছতে পারেনি বিসিবির দক্ষতা, যোগ্যতা এবং কিছু সুযোগসন্ধানী ব্যক্তির দুর্নীতির কারণে। স্বীকার করতেই হবে এক্ষেত্রে এ-যাবৎ বিসিবিতে কাজ করা প্রাক্তন জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররাও কার্যকর অবদান রাখতে বার্থ হয়েছে। সর্বশেষে আইসিসি এবং এসিসিতে কাজ করা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার বিসিবির খণ্ডকালীন দায়িত্বে এসে কিছু মৌলিক শুভ পরিবর্তনের সূচনা করলেও কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর রোষানলে পড়েছে। আইসিসিতে আকর্ষণীয় বেতনে কাজ এবং অস্ট্রেলিয়ায় নিরাপদ জীবন ফেলে বিসিবি সভাপতির খণ্ডকালীন দায়িত্বে থেকে বুলবুল অনেক ব্যতিক্রমী কাজের সূচনা করেছিলেন। ওর মনে হয়েছে, সূচিত কার্যক্রমগুলো থেকে দীর্ঘমাত্রায় অর্জন করতে হলে সময়ের প্রয়োজন। তাই বুলবুল বিসিবির আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কাউন্সিলর হয়ে নির্বাচন করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবর্তনে সুযোগসন্ধানী গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে। সবাই জানে বিগত দীর্ঘসময়ে ক্ষমতাসীন গোষ্ঠী বিসিবি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। ক্ষমতাসীন দলের নেতারাই নানাভাবে কাউন্সিলর হয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছিল। বিসিবি পরিচালক এবং সভাপতিরা তাদের কার্যকালে দেশব্যাপী ক্রিকেট সংগঠনগুলো শক্তিশালী করে তৃণমূলে ক্রিকেটের উন্নয়নে কোনো কাজ করেনি। বরং ক্রিকেট থেকে নানা সুবিধা নিয়ে অনেকে নিজেদের ব্যবসা-বাণিজ্য প্রসারিত করেছে। ব্যাপক দুর্নীতি হয়েছে বিসিবিতে। 

এমনি অবস্থায় আমিনুল ইসলাম বুলবুলের মতো স্বচ্ছ মনের ব্যক্তিত্বসম্পন্ন মানুষ মৌলিক পরিবর্তনের চেষ্টা করে চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেটি স্বাভাবিক। কিন্তু দুঃখ হয় তামিম ইকবালের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক অতীতে আলো ছড়ানো ক্রিকেটার যে কোনো বিসিবি নির্বাচনে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক মহলের দাবার গুটিতে পরিণত হয়। তামিম বিসিবি নির্বাচনে সম্পৃক্ত হওয়াকে অবশ্যই অভিনন্দন জানাবো। এমনিতেই জনপ্রিয়তাকে পুঁজি করে তামিম নির্বাচিত হতে পারে। কিন্তু একটি রাজনৈতিক শিবিরে সম্পৃক্ত হয়ে তামিমকে কেন আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধ চারণ করতে হবে? কেন ভূতপূর্ব বিসিবি কর্তাদের মতো কৌশল অবলম্বন করে নির্বাচন করতে হবে? সভাপতি প্রার্থী হিসাবে বুলবুল, ফারুক এবং তামিম তিনজন অবশ্যই শক্তিশালী। তবে আন্তর্জাতিক পর্যায়ে বুলবুলের যোগাযোগ এবং গ্রহণযোগ্যতা অবশ্যই বেশি। বুলবুল সূচিত কার্যক্রমসমূহ অবশ্যই ব্যতিক্রমী। এখন যেভাবে আমিনুল ইসলাম বুলবুলের কিছু পদক্ষেপ আদালত পর্যন্ত গড়িয়েছে সেটি শুভ লক্ষণ নয়। সবাই জানে নেপথ্যে থেকে একটি মহল কলকাঠি নাড়ছে। বর্তমান অবস্থা বিদ্যমান থাকলে শেষ পর্যন্ত হেরে যাবে ক্রিকেট। দেখলাম, তামিম এবং ইশরাক নির্বাচন নিয়ে হুমকি দিচ্ছে। তাদের অভিযোগের জবাব দিয়েছে অন্তর্র্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। আশা করি, ক্রিকেটঘনিষ্ঠ মহল সম্পৃক্ত হয়ে বৃহত্তর স্বার্থে একটি সঠিক সমাধানে পৌঁছবে। আর পরিবেশ সুষ্ঠু না থাকলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে।

আমি কোনোভাবেই বুলবুল, তামিম, ফারুক কারোর জন্যই সুপারিস করছি না, স্বচ্ছ প্রক্রিয়ার নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত হোক। ক্রিকেট এগিয়ে যাক এটি চাই।

শেয়ার করুন