০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৪১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মামদানির পরিকল্পনা ধনীদের কর বাড়িয়ে গরিবদের জীবনমান উন্নয়ন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
মামদানির পরিকল্পনা ধনীদের কর বাড়িয়ে গরিবদের জীবনমান উন্নয়ন নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানি


নিউইয়র্ক সিটির ২০২৫ সালের মেয়র নির্বাচনের অন্যতম প্রধান প্রার্থী জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারের সময় উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর কর বৃদ্ধির পরিকল্পনা প্রকাশ করেছেন। মামদানি বলেছেন, এই কর বৃদ্ধি থেকে সংগৃহীত আয় দিয়ে তিনি গরিবদের জন্য নগরজুড়ে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করবেন। এর মধ্যে রয়েছে শহরের সব বাস বিনামূল্যে করা, সর্বজনীন শিশু পরিচর্যা ব্যবস্থা এবং শহরের মালিকানাধীন মুদি দোকান স্থাপন, যা নিম্ন ও মধ্য আয়ের পরিবারের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। মামদানি প্রস্তাব করেছেন, যারা নিউইয়র্ক সিটিতে বছরে ১০ লাখ ডলার বা তার বেশি আয় করেন, তাদের জন্য একটি নতুন কর ব্র্যাকেট তৈরি করা হবে। এই ব্র্যাকেটে আয়কর হার হবে ৫ দশমিক ৯ শতাংশ। পাশাপাশি তিনি রাজ্যের সর্বোচ্চ করপোরেট কর হার ৭ দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই রাজ্যের আইনসভা ও সিনেটে সমর্থকরা রয়েছে।

প্রাক্তন মেয়র বিল ডি ব্লাসিওও অতীতে ধনী নাগরিকদের ওপর করবৃদ্ধির পক্ষে ছিলেন। ২০২১ সালে করোনাভাইরাস মহামারির কারণে স্টেটের অর্থনৈতিক সংকট মোকাবিলায় উচ্চআয়ের ব্যক্তিদের করহার বৃদ্ধি করা হয়। এরপর থেকে রাজ্য আইনসভা নিয়মিতভাবে উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করবৃদ্ধি প্রস্তাব করে আসছে। মামদানি জানান, করবৃদ্ধি থেকে সংগৃহীত অর্থ নগরের শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিশুপরিচর্যা এবং পরিবহন ব্যবস্থায় বিনিয়োগে ব্যবহার করা হবে। তিনি মনে করেন, এ উদ্যোগ সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক সমতা নিশ্চিত করবে।

তবে গভর্নর ক্যাথি হোচুল এ করবৃদ্ধির সম্ভাবনার বিরোধিতা করেছেন। তার নীতি মূলত মধ্যম ও নিম্ন আয়ের করদাতাদের ওপর কর সুবিধা প্রদান কেন্দ্রীভূত। সমালোচকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, উচ্চ করহার ধনী নাগরিকদের স্টেট ত্যাগের সম্ভাবনা বাড়াতে পারে, যা স্টেটের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, গভর্নরের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী লেফটেন্যান্ট গভর্নর অ্যান্টোনিও ডেলগাডো এবং স্টেট আইনসভা ও সিনেটের উচ্চপদস্থ নেতারা মামদানির প্রস্তাবের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। এই সমর্থন মামদানি নির্বাচিত হলে আইনি ও বাস্তবায়ন-সংক্রান্ত বাধা অতিক্রমে সহায়ক হতে পারে।

মামদানির পরিকল্পনা বাস্তবায়িত হলে, শহরের বাজেটে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ধনী নাগরিকদের কর বৃদ্ধির ফলে আয় বাড়লে, নগরের সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি পাবে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। নগরের অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। নিউইয়র্কের উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করবৃদ্ধির এই পরিকল্পনা নাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। সমর্থকরা মনে করেন, এটি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, আর সমালোচকরা আশঙ্কা করছেন, এটি ধনী নাগরিকদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে স্টেটের অর্থনৈতিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ করতে পারে।

শেয়ার করুন