সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন
প্রবাসের অন্যতম বৃহৎ সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএর আগামী ২০২৬-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশন।
এতে সভাপতি হিসেবে ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোসাইন পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের প্রধান ছিলেন আলহাজ গাজী মোদাচ্ছের মিয়া। কমিশনের সদস্যরা হলেন সানাউল্লাহ হাসান, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মোহাম্মদ মাকসুদুর রহমান ও আরিফ আর চৌধুরী।
নতুন এ কমিটিতে আরো যারা আছেন, তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর কাদের সোহাগ, সহ-সভাপতি আব্দুস সালাম লাবু, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ফারুক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ সোহেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন সুজন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক জোবাইদুল ইসলাম, প্রশিক্ষণ ও কর্ম সংস্থান সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক ইমরুল হাসান আরফান, দফতর সম্পাদক আজমীর হোসাইন, মেইনস্ট্রিম ও আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেহান উদ্দিন সোহেল। কার্যনির্বাহী পরিষদ তাদের প্রথম সভায় ১৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচন করবেন। তখন কার্যনির্বাহী পরিষদ হবে ৩৫ সদস্যবিশিষ্ট। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
ফিরোজ আহমেদ তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সংগঠনকে আরো এগিয়ে নিতে সবার সহযেগিতা কামনা করেন।