হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ভাতিজার মা ব্রুনা ক্যারোলিন ফেরেইরাকে ইমিগ্রেশন আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন এক মার্কিন ইমিগ্রেশন বিচারক। গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত শুনানিতে তার আইনজীবী জানান, ফেরেইরাকে ১ হাজার ৫০০ ডলার ন্যূনতম জামানতে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। ফেরেইরা বর্তমানে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় আছেন এবং এর আগে তিনি ডাকা সুরক্ষার আওতায় ছিলেন। তার আইনজীবী টড পোমেরলো বলেন, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ফেরেইরাকে যে অপরাধী অবৈধ অভিবাসী বলে দাবি করেছে, তা সম্পূর্ণ ভুল। আইনজীবী টড পোমেরলোর ভাষায়, আমরা যুক্তি দিয়েছি তিনি কোনোভাবেই অপরাধী বা পালানোর ঝুঁকি সম্পন্ন ব্যক্তি নন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির দাবি অসত্য। তিনি জানান, দু-তিনদিনের মধ্যেই ফেরেইরা মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। দুই সপ্তাহ আগে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নিশ্চিত করে যে ব্রাজিলীয় বংশোদ্ভূত ফেরেইরাকে আটক করা হয়েছে। মিডিয়ার সঙ্গে ক্যারোলিন লেভিটের ভাই মাইকেল লেভিটের সঙ্গে কথা বলেন। মাইকেল জানান, ফেরেইরা কয়েক সপ্তাহ আগে গ্রেফতার হন।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ফেরেইরাকে অপরাধী অবৈধ অভিবাসীআখ্যা দিয়ে দাবি করেন যে তার আগে ব্যাটারি ইচ্ছাকৃত শারীরিক আঘাত বা শারীরিক হামলাসংক্রান্ত একটি গ্রেফতার রেকর্ড আছে এবং তিনি ১৯৯৯ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া একটি বি ২ ভিসা ওভারস্টে করেছিলেন। মুখপাত্র বলেন, আইস ব্রুনা ক্যারোলিন ফেরেইরাকে গ্রেফতার করেছে। তিনি একজন অপরাধী অবৈধ অভিবাসী। তিনি ৬ জুন ১৯৯৯-এর মধ্যে দেশ ছাড়ার কথা ছিল, কিন্তু তা করেননি। তিনি বর্তমানে দক্ষিণ লুইজিয়ানার আইস প্রসেসিং সেন্টারে আছেন এবং তাকে বহিষ্কারের প্রক্রিয়ায় রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নীতি উদ্ধৃত করে মুখপাত্র আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি নোমের অধীনে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী সবাইই বহিষ্কারের আওতায় পড়বেন।
ফেরেইরার গ্রেফতারের পর পোমেরলো বলেন, ব্রুনার কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এসব অভিযোগ কোথা থেকে আসছে, আমরা জানতে চাই। প্রমাণ দেখান। তিনি আরো জানান, ফেরেইরা বৈধপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, ডাকার অধীনে সুরক্ষিত ছিলেন এবং গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় ছিলেন। তিনি দাবি করেন, ম্যাসাচুসেটসে ফেরেইরাকে তার গাড়ি থেকে ওয়ারেন্ট ছাড়াই আটক করা হয় এবং এখন তার মামলাটি লুইজিয়ানায় লড়তে হবে, যা তার বাড়ি থেকে হাজার মাইল দূরে। পোমেরলো বলেন, তার মক্কেলের হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কারোলিন লেভিটের সঙ্গে পারিবারিক সম্পর্ক এই মামলায় কোনো প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, এটা নিছকই কাকতালীয়।