নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ (এওসি) বলেছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখোমুখি হলে তাকে পরাজিত করতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। ১৭ ডিসেম্বর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে, তিনি কি জেডি ভ্যান্সকে হারাতে পারবেন-৩৬ বছর বয়সী এই ডেমোক্র্যাট আইনপ্রণেতা হেসে বলেন, শোনেন, এই ধরনের জরিপ তিন বছর আগেরও হতে পারে। জরিপ যা দেখাচ্ছে, তা-ই দেখাচ্ছে। তবে রেকর্ডে বলি, আমি তাকে বুঁদ করে দেবো। এর আগে এওসি দ্য আর্গুমেন্ট-ভেরাসাইটের একটি জরিপ রিটুইট করেন, যেখানে দেখা যায়, একটি কাল্পনিক (হাইপোথেটিক্যাল) ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জেডি ভ্যান্সের চেয়ে ৫১ শতাংশ বনাম ৪৯ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। জরিপের ফলাফল শেয়ার করে তিনি মন্তব্য করেন। পরে সাংবাদিকদের বলেন, কারণ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একজন গুবার মানুষ।
এওসিকে ইতোমধ্যে ২০২৮ সালের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সম্ভাব্য একজন গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে অ্যাক্সিওস জানায়, ডেমোক্র্যাট দলের ভেতরে তাকে ২০২৮ সালে প্রেসিডেন্ট অথবা যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রার্থী করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে যদি তিনি সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করেন, সে ক্ষেত্রে তাকে দীর্ঘদিনের নিউইয়র্ক রাজনীতিবিদ ও বর্তমান সিনেট মাইনরিটি লিডার চাক শুমারের বিরুদ্ধে লড়তে হতে পারে। এদিকে সাম্প্রতিক সময়ে এওসি ডেমোক্র্যাট নেতা ও বামপন্থী আইকন সেনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে একাধিক জাতীয় প্রচারাভিযানে অংশ নিয়েছেন। স্যান্ডার্সের একজন ঘনিষ্ঠ সহকারী, আরি রবিন-হ্যাভট বলেন, এওসির সমর্থকভিত্তি অনেক দিক থেকেই বার্নির চেয়ে বেশি বিস্তৃত ও সম্ভাবনাময়। তিনি আরো বলেন, এটা চরম আত্মতুষ্টি হবে যদি কেউ ধরে নেয় যে এওসি ২০২৮ সালের মনোনয়ন জিততে পারবেন না।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝেমধ্যেই তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন। তবে তার চিফ অব স্টাফ সুসি উইলস ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ট্রাম্প ২০২৮ সালের নির্বাচনে সত্যিই আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। উইলস বলেন, ট্রাম্প কেবল মজা করছিলেন, যা মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। তিনি আরো জানান, ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না। এদিকে রাজনৈতিকভাবে জেডি ভ্যান্সও ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। গত ১৩ নভেম্বর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মাঝেমধ্যে বিষয়টি নিয়ে চিন্তা করেছি, তবে আপাতত আমার বর্তমান দায়িত্বের ওপরই মনোযোগ দিচ্ছি। নির্বাচন শেষে প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে আলোচনা করবো।
রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও ভ্যান্সের সম্ভাব্য প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়ে বলেন, যদি জেডি ভ্যান্স প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি আমাদের প্রার্থী হবেন এবং আমি প্রথম দিকেই তাকে সমর্থন দেবো। একই সঙ্গে রিপাবলিকান দলে ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছেই, যেখানে মাঝেমধ্যে ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে আসছে। সব মিলিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্টেজ ও জেডি ভ্যান্সের সম্ভাব্য মুখোমুখি লড়াই নিয়ে আলোচনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আত্মবিশ্বাসী মন্তব্য, জরিপে এগিয়ে থাকা এবং জাতীয় পর্যায়ে সক্রিয় রাজনৈতিক উপস্থিতির মাধ্যমে এওসি নিজেকে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন।