১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৫৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জালালাবাদ এসোসিয়শনের সাধারণ সভা : পুনরায় বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৬
জালালাবাদ এসোসিয়শনের সাধারণ সভা : পুনরায় বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধি সাধারণ সভায় বক্তব্য রাখছেন বদরুল হোসেন খান


জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকা ইনকের (বদরুল- হাকিম) বর্তমান কমিটির মেয়াদ কোর্টে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১২ জানুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকন হাকিম। সভায় সেক্রেটারির রিপোর্টে আগামী জুন মাসে নির্বাচনের তারিখ ও ২৯ মার্চ সদস্য হওয়ার শেষ তারিখ উল্লেখ করা হলে বর্তমান কমিটির মেয়াদের কথা আলোচনায় উঠে আসে। উপস্থিতির মধ্যে ব্যাপক আলোচনার পর বর্তমান কমিটির বর্ধিত মেয়াদে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলামের কাছে রাখা ৩ লক্ষ ৩২ হাজার ডলার উদ্ধারে বর্তমান কমিটি (বদরুল-রোকন) দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয়। সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কুরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা হারুন মিয়া। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত।

সাধারণ সভায় মঞ্চে উপবিষ্ট ছিলেন সোসাইটির বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, তোফায়েল চৌধুরী, জালালাবাদের ট্রাস্টি বোর্ডের সদস্য ছদরুন নুর, বদরুন নাহার খান মিতা, সহ-সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট), সহ-সভাপতি শফি উদ্দিন তালুকদার (হবিগঞ্জ), সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকার একাংশের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম। সভার শুরুতেই স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। পরে সাধারণ সম্পাদক রোকন হাকিম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম পৃথক পৃথকভাবে সম্পাদকীয় রিপোর্ট ও কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন।

সম্পাদকীয় রিপোর্টে উল্লেখ করা হয় ১লা মে ২০২৫ জয়া হলে ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়শনের সভাপতিকে সম্বর্ধনা প্রদান, ৩রা আগস্ট ২০২৫ জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতির ওজনপার্কের মামোছ রেস্টুরেন্টে মতবিনিময়, ২০২৫ সালের ২৫ ও ২৬ অক্টোবর বাংলাদেশ কন্স্যুলেটের সহযোগিতায় নিউজার্সীর পেটারসনে কন্স্যুলেট সেবা প্রদান করা হয়। ২০২৫ সালের ২১ও ২৪ অক্টোবর ব্রঙ্কসের গোল্ডেন প্যালেন এবং ওজনপার্কে ফ্রি এনআইডি ড্রাইভে ১৭৫ জন প্রবাসীকে বিনা মূল্যে এনআইডি প্রদান করা হয়। বিজয় দিবস পালন : ২২ ডিসেম্বর ২০২৫ ব্রন্সের গোল্ডেন পেলেসে বিজয় দিবস অনুষ্ঠিত হয়। আজীবন সদস্য: দায়িত্ব গ্রহণের পর থেকে ১৫৭ জন আজীবন সদস্য করা হয়। আগামী জুন মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে সদস্য নিবন্ধনের শেষ তারিখ ২৯ মার্চ ২০২৬ রাখা হয়। কবরের বিষয়ে উল্লেখ করে বলা হয় লংআইলেন্ডে ১০০টি কবরের মধ্যে ৯৪ টি কবর ব্যবহার করার হয়েছে। নিউজার্সীর মাউন্ট প্রসপেক্টে ১০৪ টি কবরের মধ্যেই ৩ টি কবর ব্যবহার করা হয়েছে। নিউজার্সীর টোটয়ার ৫টি কবরের মধ্যেই ১ টি কবর ব্যবহৃত হয়েছে।

আগামী ৬ মাসের কার্যক্রম উল্লেখ করে বলা হয় আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ পবিত্র কুরআন তেলওয়াত প্রতিযোগীতা ইফতার ও দোয়া মাহফিল, ২৯ মার্চ ২০২৬ সদস্য হওয়ার শেষ দিন, জুন ২০২৬ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ। নিউজার্সীতে কন্স্যুলেট সেবা, এফোডেবোল হাউসিং এপ্লিকেশন প্রসেসিং সহায়তা প্রদান, ইমিগ্রেশন বিষয়ক সেমিনারের আয়োজন করা। ১৫ অক্টোবর ২০২৫ জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সিলেট বিভাগকে উন্নয়ন থেকে বঞ্চিত করার প্রতিবাদে প্রবাসী সিলেটবাসীর উদ্যোগে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সম্পাদকীয় রিপোর্ট ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর আলোকপাত করেন বোর্ড অফ ট্রাস্টির সদস্য বদরুন নাহার খান মিতা, সোসাইটির ট্রাস্টি সদস্য আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, এড়ভোকেট নাসির উদ্দিন, বিয়ানীবাজার সমিতির বর্তমান প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ, তোফায়েল আহমদ, বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনের সদস্য আমিনুল হোসেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমদ, কুলাউড়া বাংলাদেশ এসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, এমাদ চৌধুরী।

আলোচনা শেষে সভার সভাপতি বদরুল হোসেন খান তার সমাপনি বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত ৪ বছর ধরে আমি আমার পরিষদ সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোন অর্থ ছিল না। সংগঠনের কার্যকরি সদস্যদের অর্থে অর্থ বিত্ত দানশীল ব্যক্তিদের সহযোগিতায় আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সংগঠনের স্বার্থে সংগঠনের অর্থ উদ্ধরে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্যে সভাপতি বলেন, আসন্ন রমজান মাসের ইফতারের জন্য ঢাকা ক্লাবে হল বুকিং দেয়ার সময় কাকতালীয়ভাবে ময়নুল ইসলামের সাথে দেখা হয়। সেখানে তাকে রমজানের ইফতারের দাওয়াত দিয়ে বলেছি, আসুন একসাথে বসে ইফতার করি। বর্তমান সভাপতি বক্তব্যের এক পর্যায়ে ওজনপার্কে আল ফোরকান মসজিদের সভাপতি হিসাবে পুনরায় তাকে দায়িত্ব দেয়ার কথা বলেন। সভাপতি মসজিদের কার্যক্রম তার নিকট এখন সর্বাগ্রে। সংগঠনের দায়িত্ব যখন মামলা শেষ অবধি চালিয়ে যাওয়ার জন্য যেহেতু পুনরায় বৃদ্ধি করা হয়েছে সেহেতু মামলা নিষ্পত্তির সাথে সাথে যত দ্রুত সম্ভব গঠিত নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন। বদরুল হোসেন খান বলেন, জালালাবাদ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। জালালাবাদ ঐক্যের প্রতিক। সংগঠনের কার্যকরি সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনে তাকে যেন সহযোগিতা করা হয়। সে সাথে সাধারণ সভায় উপস্থিত সভার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কার্যকরি কমিটির সদস্যদের কার্যক্রমে তাদের অবদান যেন সবাই মূল্যায়ন করেন। বক্তেব্য পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন। 

ছদরুন নুরের ৮১ তম জন্মদিন পালন: এসোসিয়শনের ট্রাস্টি বোর্ডের সদস্য ছদরুন নুরের ৮১ তম জন্মদিন পালনে সাধারণ সভায় কেক কাটা হয়। এসময় সংগঠনের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন