১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ১১:৫৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি মনোয়ার ও সা. সম্পাদক মমিন নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্টিত হবে- প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর হিজাব পরে মেয়েরা ভলিবল খেলায় ইতিহাস গড়লো মামদানির বিজয়ের নেপথ্যে জারা রহিম মুক্তি পাচ্ছেন ব্রিটিশ ভাষ্যকার সামি হামদি জুলাই সনদের বাইরের সিদ্ধান্তের দায় সরকারের : বিএনপি হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘে দুই আইনজীবীর আপিল ১০ মাসে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারেরও বেশি ভিসা বাতিল নজরদারিতে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা


বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আয়োজিত ফুটবল লিগ শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল  আয়োজিত ফুটবল লিগ শুরু


বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল লিগ-২০২২ শুরু হয়েছে। নিউইয়র্কের র‌্যান্ডলস আইল্যান্ড পার্কে গত ১৭ জুলাই থেকে শুরু হওয়া এবারের লিগে চার গ্রæপে ৮টি দল অংশ নিচ্ছে। ৮টি দলকে বিভিন্ন গ্রæপে বিভক্ত করা হয়েছে।  গ্রুপ এ: ব্রঙ্কস ইউনাইটেড এফসি ও গার্ডেন স্টার এফসি, গ্রুপ বি: আইসাব এফসি প্রো ও ওজনপার্ক ফাইটার্স এফসি, গ্রুপ সি: আইসাব এফসি ও নিউ জেনারেশন এফসি এবং গ্রুপ ডি: বন্ধু ইউনাইটেড এফসি ও স›দ্বীপ ইউনাইটেড এফসি। এবারের লিগের গ্র্যান্ড স্পন্সর হচ্ছে বিএসিডিওয়াইএস.অর্গ। 

উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এফসি ১-০ গোলে গার্ডেন স্টার এফসিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জাহিদ একমাত্র গোলটি করেন। দিনের দ্বিতীয় খেলায় স›দ্বীপ ইউনাইটেড এফসি ২-১ গোলে বন্ধু ইউনাইটেড এফসিকে পরাজিত করে জয়লাভ করে। স›দ্বীপের পক্ষে রুহন ও মুজাহিদ এবং বন্ধুর পক্ষে লিমন গোলগুলো করেন। 

এদিন বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে স্পোর্টস কাউন্সিলের সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ রানাসহ অন্যদের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা ছাড়াও দুলাল মিয়া এনাম, আনোয়ার হোসেন, আব্দুল কাদির লিপু, সাইকুল ইসলাম প্রমুখ কর্মকর্তা মাঠে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন