১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৬:৫৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক ইমিগ্রেশন নীতি চ্যালেঞ্জ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৮-২০২২
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক ইমিগ্রেশন নীতি চ্যালেঞ্জ


জাতিসংঘের কমিটি অন দ্য এলিমিনেশন অব রেসিয়াল ডিসক্রিমিনেশন (সিইআরডি) গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্টদের সাথে বৈষম্যমূলক আচরণের বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেছে। বিশেষ করে আফ্রিকান রাষ্ট্র থেকে আগত ইমিগ্র্যান্টদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে।

সিইআরডি হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি যা জাতিগত, বর্ণগত, বংশগত অথবা জাতীয় ও গোত্রগত কারণে যে কোনো বৈষম্যমূলক আচরণকে প্রতিহত করে। যুক্তরাষ্ট্র ১৯৬৬ সালে এই বৈষম্য প্রতিহতকরণ আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে ১৯৬৬ সালে আর তা কংগ্রেসে পাস করেছে ১৯৯৪ সালে। প্রথম যুক্তরাষ্ট্রে বৈষম্যমূলক আচরণের ওপর রিপোর্ট দিয়েছে ২০০০ সালে আর ২০২১ সালে সর্বশেষ রিপোর্ট দিয়েছে জাতিসংঘে। ট্রাম্প প্রশাসন কোনো রিপোর্ট দিতে পারেনি। শুধু তাই নয়, জাতিসংঘের এই ট্রিটিকে ট্রাম্প প্রশাসন লঙ্ঘন করেছে।


গত ১১ ও ১২ আগস্ট সিইআরডি সদস্যরা আমেরিকা-মেক্সিকো সীমান্তে ইমিগ্র্যান্টদের দুর্দশা ও ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে তাদের সমস্যা নিয়ে প্রশ্ন উত্থাপন করে প্রতিনিধিদলকে জিজ্ঞেস করেন, অ্যাসাইলামে অবাধভাবে আবেদনের জন্য কখন সুব্যবস্থা গৃহীত হবে? সিইআরডি জাতিগতভাবে নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ কবে শেষ হবে তা নিয়েও প্রশ্ন উত্থাপন করে। তারা বলে আমেরিকার কালো লোকদের কোনো মানবিক প্রোটেকশন না দিয়ে বহিষ্কার করা হচ্ছে। 

তারা জাতিগত বৈষম্য নিয়ে প্রোফাইলিং কেন বন্ধ করা হবে না তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন। আগস্টের ৩০ তারিখে কমিটি, যুক্তরাষ্ট্রের দেয়া রিপোর্ট পর্যালোচনা করবেন। 


শেয়ার করুন