০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৩০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জ্যাকসন হাইটসের প্রিয়মুখ আব্দুল মজিদ আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
জ্যাকসন হাইটসের প্রিয়মুখ আব্দুল মজিদ আর নেই আব্দুল মজিদ


জ্যাকসন হাইটসের প্রিয়মুখ এবং জ্যাকসন হাইটস দারুল হেদায়া মজিদের পরিচালক এবং খাবার বাড়ি বিল্ডিংয়ের মালিক আব্দুল মজিদ আর নেই। জানা গেছে, আব্দুল মজিদ কয়েক সপ্তাহ আগে পাকিস্তান গিয়েছিলেন। তার সাথে গিয়েছিলেন পরিবার-পরিজনও। বিভিন্ন সূত্রে জানা গেছে, পাকিস্তানের লাহোরে তার দেশের বাড়ি। সেই লাহোরেই তিনি একটি ইসলামি অনুষ্ঠানে ছিলেন। সেখানেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন গত ১১ নভেম্বর। হার্ট অ্যাটাকের পর তিনি তার স্ত্রীর সাথে কথা বলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং ১ মেয়ে রেখে গেছেন। নামাজে জানাজা শেষে তাকে লাহোরে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

এদিকে আব্দুল মজিদের মৃত্যুতে জ্যাকসন হাইটস বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার বিল্ডিংয়ে কয়েকশ বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার মৃত্যুতে জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরীসহ অনেকেই শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন