০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০৮:০৭:৪১ পূর্বাহ্ন


সিলেটে আজ বিএনপির মহাসমাবেশ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২২
সিলেটে আজ বিএনপির মহাসমাবেশ


বিএনপির সিলেটের জনসভাতেও মানুষের ঢল। বাস মালিকেরা সমাবেশের দিন অর্থাৎ আজ ধর্মঘটের ডাক দিলেও মুলত গতকাল আগেরদিনই বন্ধ ছিল পরিবহন বাসগুলো। তবে মানুষ থেমে নেই। বিভিন্নস্থান থেকে তারা এসে উপস্থিত। আগের রাতেই সমাবেশস্থল টইটুম্বুর। কেউ মোটরসাইকেল, সাইকেল, ইজিবাইক, নৌকা, বিভিন্ন উপায়ে মানুষ পৌছে। হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে লোক এসে আগেই জড়ো হন। 

রাতে বড় বড় ডেক্সিতে খাবার পাক করে সেটা পরিবেশন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যন্য নেতৃবৃন্দ আগের দিন বিকেলেই পৌছে যান। এবং রাতে সমাবেশস্থলে গেলে তাকে ঘীরে মানুষের মধ্যে ব্যপক উৎসহ তৈরী হয়। সকল আয়োজন সম্পন্ন। সিলেটের এ সমাবেশ ঘীরে বহু দিন আগ থেকেই নেতৃবৃন্দ এলাকায় প্রচারণা চালিয়েছে। লিফলেট বিতরন করেছেন।


জ্বালানি তেলের মুল্যবৃদ্দি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মুল্যবৃদ্ধি, দলের পাচ নেতাকর্মীকে গুলি করে হত্যা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি যে সারাদেশে গনসমাবেশ করে আসছে, সিলেটে সে ধারাবাহিকতায় আজ সিলেট আলীয়া মাদ্রাসায় অনুষ্টিত হবে এ জনসভা। 



বিএনপি নেতাকর্মীরা জানাচ্ছেন এ সমাবেশস্থলে আসার সময় বিভিন্ন স্থানে পুলিশী তল্লাশী ও বাধার সম্মুখীন হতে হয়েছে। সেসকল বাধা পেড়িয়ে, একের পর এক গাড়ী পাল্টিয়ে সমাবেশস্থলে পৌছেছেন অনেকে। পুলিশ অবশ্য বলছেন, যে কোনো অপ্রতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের তল্লাশী ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। 

তবে আশপাশের যারা রয়েছেন, তারা সকাল বেলায়ই সমাবেশস্থলে এসে উপস্থিত হতে শুরু করেছেন। 

সম্মেলন আজ যখন শুরু হওয়ার কথা, মানুষের উপস্থিতির জন্য তার আগেই শুরু হয়ে যাবে।



শেয়ার করুন