০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৫:০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০৪১ সালের মধ্যে 'স্মার্ট বাংলাদেশ' গড়া আওয়ামী লীগের লক্ষ্য
বাসস
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৩
২০৪১ সালের মধ্যে 'স্মার্ট বাংলাদেশ' গড়া আওয়ামী লীগের লক্ষ্য


বাংলাদেশ আওয়ামী লীগের ভীষণ হচ্ছে, ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রতিটি গ্রামকে একটি শহরে রূপান্তরিত করা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে এ কথা জানিয়েছেন। জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজির এর প্রশ্নের জবাবে, প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে আমাদের লক্ষ্য হবে ২০২১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। তিনি আরো বলেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সোসাইটির উপর ভিত্তি করে হবে। 

প্রধানমন্ত্রী বলে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ ‘সমৃদ্ধির পথে বাংলাদেশ’ যা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জাতির সামনে পেশ করা হয়েছে, তাতে ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনার রূপরেখা এবং ২১০০ সালের মধ্যে একটি নিরাপদ ‘ব’ দ্বীপ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।  

উন্নত বাংলাদেশের যাত্রার প্রথম ধাপ হিসেবে দেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। 

 শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে উচ্চ মাধ্যম আয়ের দেশে পরিণত হবে। যার মধ্যে মাথাপিছু আয় হবে ৫৯০৬ মার্কিন ডলার এর বেশি। দেশে ২০৪১ সালে মাথাপিছু আয় ১২৫০০ মার্কিন ডলারের বেশি হলে বাংলাদেশ উন্নত দেশ হবে। 

বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃত্তির হার ৭.২৫ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২৫ সালে এই হার ৮.৫১ শতাংশে ২০৩১ সালে ৯ শতাংশে এবং ২০৪১ সালে ৯.৯% উন্নীত করা। তিনি বলেন রূপকল্প বাস্তবায়নে স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন পরিকল্পনা নেয়া হবে। 

 সেসব পরিকল্পনা এখন বিবেচনের দিন রয়েছে তার মধ্যে রয়েছে ভীষণ ২০৪১  এর সাথে সংহতি রেখে স্মার্ট করার জন্য দ্বিতীয় প্রেক্ষিত। 


পরিকল্পনা ২০২১-২০৪১, স্মার্ট ডেল্টা তৈরির জন্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০, ৯ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০), ১০ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০৩১-২০৩৫) এবং ১১তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০৩৬-২০৪০)।

সরকার প্রধান বলেন, কৃষি যান্ত্রিকীকরণ প্রচারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো হবে; ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বৃহৎ শিল্প গড়ে তোলা হবে; সড়ক, সমুদ্র, রেল ও বিমান যোগাযোগের জন্য গৃহীত সকল প্রকল্প সম্পন্ন করা হবে; ১০০টি অর্থনৈতিক অঞ্চলে দেশী-বিদেশী বিনিয়োগ নিশ্চিত করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ওপর জোর দিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্যের জন্য নতুন বিদেশী  বাজার খোঁজার মাধ্যমে ডিজিটাল ডিভাইসের উৎপাদন এবং ডিভাইসে নিজস্ব বাজার সম্প্রসারণ করা হবে। শেখ হাসিনা বলেন, দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের মৌলিক চাহিদা- বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করা হবে। তিনি বলেন, প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে গড়ে তোলা হবে উন্নত সোনার বাংলাদেশ। 


শেয়ার করুন