০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি বাম গণতান্ত্রিক জোটের
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি বাম গণতান্ত্রিক জোটের বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ


বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি আইন ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র বাতিল, দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে। তারা বলেন, সরকার ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাই জনগণের ভাল-মন্দ, দুঃখ-কষ্ট তারা দেখছে না। জ্বালানি খাতের জন্য সরকার এনার্জি রেগুলেটরি কমিশন গঠন করেছিল, জ্বালানির দাম বাড়াতে হলে লোক দেখানো হলেও একটা গণশুনানি করতে হতো। এখন সরকার ঐ লোক দেখানো গণশুনানিও করতে চায় না। নির্বাহী আদেশে ইতিপূর্বে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এবার বিদ্যুতের দাম বাড়ালো।

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভুলনীতি পরিহার, দুর্নীতি-লুটপাট বন্ধ, রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুতকেন্দ্র ও জ্বালানি ক্ষেত্রে দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে আজ ১৫ জানুয়ারি ২০২৩ সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ ঢাকায় বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশফো মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সরকার ১৪ বছরে ১১বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এবারে সরকার আইএমএফ এর ঋণ পাওয়ার শর্ত পূরণ করতেই বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের উপর চাপ বাড়িয়েছে। দলীয় লোক ও স্বজনদের মুনাফা লাভের জন্য সরকার রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ বছরে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে। সিস্টেমলস এর নামে চুরি বন্ধ করলে অর্থাৎ ১১% থেকে ৬% নামিয়ে আনতে পারলে ২ হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে। তাছাড়া দুর্নীতি বন্ধ এবং ভুলনীতি পরিবহার করলে বিদ্যুতের দাম না বাড়িয়ে বরং কমানো যেতো। কিন্তু সরকার সে পথে না হেটে জনগণের কাধেই মূল্যবৃদ্ধির বোঝা চাপাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, এই মূল্যবৃদ্ধির ফলে কৃষি, শিল্প, বাড়িভাড়াসহ সর্বক্ষেত্রে অর্থাৎ এক কথায় সকল পণ্যের দাম বেড়ে যাবে। ইতিমধ্যেই বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির এই সময়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি দেশবাসীর জন্য বোঝার উপর শাকের আটির মতো হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সরকার ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাই জনগণের ভাল-মন্দ, দুঃখ-কষ্ট তারা দেখছে না। জ্বালানি খাতের জন্য সরকার এনার্জি রেগুলেটরি কমিশন গঠন করেছিল, জ্বালানির দাম বাড়াতে হলে লোক দেখানো হলেও একটা গণশুনানি করতে হতো। এখন সরকার ঐ লোক দেখানো গণশুনানিও করতে চায় না। নির্বাহী আদেশে ইতিপূর্বে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এবার বিদ্যুতের দাম বাড়ালো।

নেতৃবৃন্দ বলেন, গত আগস্ট মাসে জ্বালানি তেলের দাম ৫২% আর গত জুন মাসে গ্যাসের দাম ২২% বৃদ্ধির পর এবার বিদ্যুতের দাম ৫% বাড়িয়েছে। প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছে এখন থেকে প্রতি মাসে দাম সমন্বয় অর্থাৎ বৃদ্ধি করা হবে। ইতিমধ্যেই পত্রিকায় খবর এসেছে আগামী মাসে বিদ্যুতের দাম আরও ৫% বাড়বে। এ মাসেই গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে বলে সংবাদে প্রকাশ পেয়েছে। এভাবে দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বৃদ্ধি জনজীবন দুর্বিষহ করে তুলবে।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত  গ্রহণ করে চলেছে। ফলে এই সরকার ক্ষমতায় থাকলে জনদুর্ভোগ ক্রমাগত বাড়বে। তাই বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য নেতৃবৃন্দ সকল বাম-প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন