০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:৫৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০২-২০২৩
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল


চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাতে দেড়টায় থাই এয়ার ওয়েজের একটা রওনা হন বিএনপি মহাসচিব। ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিতসার জন্য গেছেন। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে(এনইউএইচ) মির্জা ফখরুল চিকিতসা নেবেন।

ফ্লাইটে উঠার আগে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন, ‘‘ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটাল আমি ডাক্তার দেখাবো। এটা আমার ফেলোআপ চেকআপ। প্রতিবছরই আমাকে সেখানে ফল্আোপ চেকআপে যেতে হয় আপনার সেটা জানেন। আমার স্ত্রীরও অসুস্থ, তিনিও যাচ্ছেন। তার চিকিতসার জন্য ডাক্তারের এ্যাপুয়েনমেন্ট করা হয়েছে।”

দলের নেতা-কর্মীসহ দেশবাসী কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল জানান, এক সাপ্তাহ পর তিনি দেশে ফেরবেন। ৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও  সিঙ্গাপুরে চিকিতসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন। ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিতসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিতসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

গত ৮ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। একমাস কারাবাসের পর উচ্চ আদালতের জামিনে তিনি মুক্তি পান। এরপর গত ১৫ জানুয়ারি তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, দুইদিন চিকিতসা শেষে বাসায় ফেরেন।


শেয়ার করুন