০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পার্কচেস্টার টি মোবাইল স্টোরে দিনদুপুরে ডাকাতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
পার্কচেস্টার টি মোবাইল স্টোরে দিনদুপুরে ডাকাতি এই স্টোরে ডাকাতি করা হয়


নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টারে ২১ এপ্রিল দুপুর ১টায় টি মোবাইল স্টোরে ডাকাতি হয়েছে। ডাকাতরা গান পয়েন্টে সবাইকে জিম্মি করে স্টোর রুম থেকে সমস্ত ফোন নিয়ে চলে যায়।

স্টোরের ভেতর এ সময় তিনজন কর্মচারী ছিল। কাস্টমার হিসেবে ছিলেন সাংবাদিক হাবিব রহমান। তিনি বলেন, কাউন্টারে আমি আমার ফোনের বিল দিচ্ছিলাম। এই সময় আমার ফোন এবং ওয়ালেটটা কাউন্টারের ওপর রেখেছিলাম। হঠাত একজন দুর্বৃত্ত আমার ঘাড়ের পেছনে পিস্তল ঠেকায় এবং আমাকেসহ অন্যদের ফোরে উপুড় করে হাত লম্বা করে শুয়ে পড়তে বলে এবং নড়াচড়া না করার নির্দেশ দেয়। তাদের নির্দেশ মেনে আমি শুয়ে পড়ি। ডাকাতরা আমাকে ডিঙিয়ে স্টোর রুমে ঢুকে পড়ে এবং সব ফোন নিয়ে চলে যায়। স্টোর রুমের চাবি দিতে বিলম্ব করায় স্টোরের একজন মহিলা কর্মীর গায়ে তারা হাত তুলে।

বিল দেয়ার জন্য আমার ওয়ালেট, ফোন এবং একটা ক্রেডিট কার্ড কাউন্টারে থাকলেও সৌভাগ্যক্রমে তারা তা নেয়নি। ওরা চলে যাবার পর স্টোর থেকে ৯১১ কল করলে সাথে সাথে পুলিশ চলে আসে।

উল্লেখ্য, পার্কচেস্টার টি মোবাইল স্টোরটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। এক ব্লকের মধ্য পার্কচেস্টার সাবওয়ে স্টেশন। পাশেই ডানকিন ডোনাট। উল্টোদিকে ওয়াল গ্রিন স্টোর যেখানে সর্বণ পিস্তলধারী পুলিশ প্রহরা, পাশে স্টার বাক্সসহ অন্যান্য স্টোর থাকার পরও দিনদুপুরে এ ধরনের ডাকাতির ঘটনা কমিউনিটিতে উদ্বেগ এবং আতঙ্ক সৃষ্টি করেছে।

শেয়ার করুন