০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১০:৪১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


’৭৫, ৩ নভেম্বরের মত আরেকটি কলংকিত দিন
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৩
’৭৫, ৩ নভেম্বরের মত আরেকটি কলংকিত দিন


২১ আগস্ট ২০০৪ বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ , ২৫ মার্চ, ১৯৭৫ ,১৫ আগস্ট এবং ৩ নভেম্বরের মতই আরো এক কলংকিত দিন। এই দিন সরকারি পৃষ্টপোষকতায় রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে গুলিস্থান বঙ্গবন্ধু এভিনিউতে বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর জনসভায় যুদ্ধক্ষেত্রে ব্যাবহৃত আর্জেজ গ্রেনেড এবং গুলি করে বঙ্গবন্ধু কন্যা সহ আওয়ামী লীগ নেতৃত্বকে নিশ্চিহ্ন করার জঘন্য হত্যাকান্ড চালানো হয়। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী নিহত হন।


সেই থেকে এখন পর্যন্ত অনেকেই গ্রেনেডের বিষাক্ত স্পিন্টার শরীরে বহন করে দুঃসহ জীবন যাপন করছে। বর্তমান প্রধানমন্ত্রী সৌভাগ্য ক্রমে তার দলের কেন্দ্রীয় নেতাদের এবং দেহরক্ষীদের মানববর্মের সুরক্ষায় বেঁচে গেলেও আহত হন। দিনে  দুপুরে এই ধরানোর জীবননাশী জঘন্য ঘটনার সঙ্গে তৎকালীন মন্ত্রী সভার কয়েজন সদস্য , গোয়েন্দা বাহিনী , তথা হাওয়া ভবনের প্রধানের ষড়যন্ত্রের প্রমান মিলে। আদালত হেকে এই জঘন্য ঘটনায় দোষীদের শাস্তির নির্দেশ দেয়া হলেও উচ্চ আদালতে নিস্পত্তির অপেক্ষায় আছে। পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া দুনিয়ার আর কোথায় রাজনৈতিক প্রতিপক্ষকে এমনি নগ্ন ভাবে নিশ্চিন্ন করার নজির আছে। এই ঘটনায় আমার পরিচত কয়েকজন নিহত হয়েছে ,কয়েকজন স্পিন্টার দেহে নিয়ে এখনো বেঁচে আছে।


এই ঘটনার সঙ্গে ১৫ আগস্ট পরিবার সমেত বঙ্গবন্ধু  হত্যাকান্ড  এবং ৩ নভেম্বর কেন্দ্রীয় জেলখানায় ৪ কেন্দ্রীয় নেতা হত্যাকাণ্ডের যোগসূত্র খুঁজে পাওয়া যায়। বর্তমান প্রজন্মের অনেকের কাছেই ২১ আগস্ট নারকীয় ঘটনার আদ্যোপ্রান্ত বিবরণ সঠিক ভাবে প্রকাশিত না হওয়ায় অনেকেই রাজপথে দেশ বিরোধী শক্তির কাতারে সামিল হচ্ছে। জানিনা অন্নান্য বেশ কিছু নারকীয় হত্যাকাণ্ডের পাশাপাশি ২১ আগস্ট হত্যাকণ্ডের বিচার কাজ কেন বিলম্বিত হচ্ছে ? ঘটনার দিন আমার দাপ্তরিক কাজে আমি মতিঝিল এলাকায় ছিলাম।  বীভৎসতার কিছুটা রূপ দেখেছিলাম।  আমি ২১ আগস্ট সহ ,সব সময়ের সব ধরণের হত্যাকাণ্ডের নিরপেক্ষ , নির্মোহ বিচার অবিলম্বে শেষ করার দাবি জানাচ্ছি।

শেয়ার করুন