১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৩৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


২০২৫ সালের প্রথম ১১ মাসে শ্যুটিং ৪৭৭টি
নিউইয়র্কে বন্দুক সহিংসতা কমেছে ৬০ শতাংশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-১২-২০২৫
নিউইয়র্কে বন্দুক সহিংসতা কমেছে ৬০ শতাংশ


নিউইয়র্ক স্টেটজুড়ে বন্দুক সহিংসতা দমনে চলমান সার্বিক প্রচেষ্টার ফলাফল এবার স্পষ্টভাবে চোখে পড়ছে। বিশেষ করে শ্যুটিং ইনসিডেন্টস উইথ ইনজুরি ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে পরিসংখ্যান পাওয়া গেছে, তা গত ১৯ বছরের মধ্যে এই সময়ের জন্য সর্বনিম্ন। নিউইয়র্ক স্টেট কর্তৃপক্ষ বলছে, ২০০৬ সাল থেকে এই ধরনের গুলিবর্ষণের ঘটনা স্টেট পর্যায়ে ট্র্যাক করা শুরু হয়েছিল, আর সেই সময়ের মধ্যে ২০২৫ সালই সবচেয়ে বড় পতনের বছর হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে গুলিবর্ষণের হার ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। গিভের আওতাধীন ২৮টি পুলিশ বিভাগ মোট ৪৭৭টি শুটিং ইনসিডেন্টস উইথ ইনজুরি রিপোর্ট করেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৫৫৮ টি অর্থাৎ ১৫ শতাংশ হ্রাস। গুলিবিদ্ধ মানুষের সংখ্যা কমেছে ৬৮৯ থেকে ৫৪৭-এ, যা ২১ শতাংশ কম। বন্দুক-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ১১৬ থেকে নেমে এসেছে ৮৭-এ। স্টেটের বাইরে নিউইয়র্ক সিটিও উল্লেখযোগ্য অগ্রগতি দেখছে। এনওয়াইপিডি অনুযায়ী, ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২০২৫ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত শহরে গুলিবর্ষণের ঘটনা কমেছে ২৩ শতাংশ (৮৬২ থেকে ৬৬২)। গুলিবিদ্ধ মানুষের সংখ্যাও কমেছে ২২ শতাংশ (১,০৪৮ থেকে ৮২৩)।

এছাড়া বাফেলোতে ১৮ শতাংশ এবং সিরাকিউসে ১৩ শতাংশ কমেছে গুলিবর্ষণের ঘটনা। পাশাপাশি হেম্পস্টেড ভিলেজ, মাউন্ট ভার্নন, নাসাউ কাউন্টি, নিয়াগ্রা ফলস, পোখিপসি, রচেস্টার, ট্রয় এবং উটিকা পুলিশের রিপোর্টেও সহিংসতা কমার একই ধারা দেখা গেছে। এই সাফল্যের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে গভর্নর হকুলের গান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন (গিভ) উদ্যোগ। গিভের আওতাভুক্ত ২৮টি সম্প্রদায়ে বছরজুড়ে গুলিবর্ষণ কমতে কমতে নতুন রেকর্ড তৈরি করছে। শুধু ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের প্রথম ১১ মাসেই এই এলাকাগুলোতে ৮১টি কম শুটিং ঘটনা ঘটেছে, আর গুলিবিদ্ধ মানুষের সংখ্যা কমেছে ১৪২ জন। বন্দুক সহিংসতাজনিত মৃত্যুও কমেছে ২৯ জন। স্টেট সরকারের ভাষ্য,এটি নিউইয়র্ক স্টেটে বন্দুক সহিংসতা মোকাবিলায় টেকসই অগ্রগতির প্রতিফলন।

গভর্নর হকুল বলেন, যখন আমি দায়িত্ব নিই, তখন রাজ্যজুড়ে বন্দুক সহিংসতা বেড়ে চলছিল। আমরা রেকর্ড পরিমাণ অর্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জননিরাপত্তা খাতে বিনিয়োগ করেছি। তারই ফল হিসেবে পুলিশ সংস্থাগুলোর সহযোগিতায় বন্দুক অপরাধ ঐতিহাসিকভাবে নিম্ন পর্যায়ে নেমে এসেছে। গিভ অংশগ্রহণকারীদের মধ্যে অ্যালবানি শহর এবার সবচেয়ে বড় সাফল্যের মুখ দেখেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে শুটিং ইনসিডেন্ট কমেছে ৪৭ শতাংশ এবং গুলিবিদ্ধ মানুষের সংখ্যা কমেছে ৪৪ শতাংশ। গিভের সাফল্য তুলে ধরতে গভর্নর হকুল অ্যালবানি পুলিশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংবাদ সম্মেলনও করেন।

গভর্নর হোচুল দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা ও জননিরাপত্তায় প্রায় ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে গিভ উদ্যোগ। টানা তিন বছর ধরে রেকর্ড বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ হয়েছে মোট ৩৬.৩৮ মিলিয়ন ডলার; এর মধ্যে ৩৬ মিলিয়ন ডলার ইতোমধ্যেই বিভিন্ন সংস্থায় বিতরণ করা হয়েছে, আর বাকি অর্থ রাখা হয়েছে বিশেষ প্রয়োজনের সময় ব্যবহারের জন্য।গিভের অধীনে এই অর্থ ব্যয় করা হয়-

আধুনিক সরঞ্জাম ক্রয়ে, অতিরিক্ত পুলিশি টহল ও ওভারটাইমে, গোয়েন্দা ও বিশ্লেষণী কাজে, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তায়। এছাড়া অংশগ্রহণকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয় যে তারা যেন প্রচলিত টহলের বাইরে গিয়ে প্রমাণভিত্তিক, তথ্য-নির্ভর কৌশল প্রয়োগ করে-অর্থাৎ বিশ্লেষণ, প্যাটার্ন শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকা বা ব্যক্তিদের লক্ষ্য করে কাজ করা।

গভর্নর হোচুল বিশেষভাবে প্রশংসা করেন ক্যাপিটাল রিজিওন ক্রাইম অ্যানালাইসিস সেন্টারের। অ্যালবানি পুলিশ সদর দফতরে অবস্থিত এই কেন্দ্রটি ১১টি কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে। এখানে ক্রাইম অ্যানালিস্ট, পুলিশ ও প্রোবেশন অফিসারসহ মোট ১০টি স্থানীয় এবং রাজ্য সংস্থার সদস্য দায়িত্ব পালন করেন। শুধু ২০২৫ সালের অক্টোবর পর্যন্তই কেন্দ্রটি ১৩,১৯৮টি ‘রিকোয়েস্ট ফর সার্ভিস’ নিয়েছে, যার মাধ্যমে পুলিশ দ্রুত অপরাধ শনাক্ত, তদন্ত এবং প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এটি মূলত একটি আঞ্চলিক তথ্য-সমন্বয় কেন্দ্র, যা উত্তর-পূর্ব নিউইয়র্কে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ, রাজ্যজুড়ে যেমন সহিংসতা কমছে, নিউইয়র্ক সিটির মধ্যেও এর ইতিবাচক প্রতিফলন স্পষ্ট।

শেয়ার করুন