০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


‘ষড়যন্ত্র ঘনিভূত হয় নির্বাচন এলে’
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২৩
‘ষড়যন্ত্র ঘনিভূত হয় নির্বাচন এলে’


বাংলাদেশ একটি স্বাধীন-সর্বভৌম দেশ। স্বাধীনতার পরেও এই দেশকে গণতন্ত্রের পথে উত্তরনের জন্য দীর্ঘ-লড়াই-সংগ্রাম করতে হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। তারপরও এখনো পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও জনগণের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে। এই ষড়যন্ত্র আরো বেশি ঘনিভূত হয় নির্বাচন এলে। 

গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে আইডিয়াল স্কুলের সামনে মহানগরের মতিঝিল থানার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ একথা বলেন। ওয়ার্কার্স পার্টি বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অন্যতম শরিক দল। 

সমাবেশে ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ আরও বলেন,  বেশ কিছুদিন ধরে নানা রকম গুজব, প্রোপাগান্ডা, মাকির্নী জুজুর ভয় দেখানো ইত্যাদি চলছে। কেননা মাকির্নীরা তাদের প্রভু, তারা মাকির্নীদের পরমর্শে চলে কিন্তু তাদের মনে রাখতে হবে, যে জাতি ১৯৭১ সালে ৭ম নৌবহরকে ভয় পাইনি, সেই বীরযোদ্ধা জাতিকে ভিসানীতিসহ কোন প্রকার ভয়-ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। নির্বাচন আসন্ন, সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে এই সরকারের অধিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনজীবনে নিত্যদিনের সংকট সমাধান করে আগামী নির্বাচনের পথ সুগম করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

পার্টি মহানগর দক্ষিণের অন্যতম সদস্য মুর্শিদা আখতার নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন, পার্টি মহানগর দক্ষিণের আহবায়ক  কিশোর রায়, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড শিউলী সিকদার, তাপস দাস, কমরেড অতুলন দাস আলো, মামুন মোল্লা, কমরেড মমতাজ বেগম, নজরুল ইসলাম, মঞ্জুরুর ইসলাম শাহীন, ইমরান নুর নিরব প্রমুখ। সমাবেশ শেষে প্রচার মিছিল সহকারে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ও মহানগর বাসীর জীবন জীবিকার সংকট মোচনের লক্ষে প্রচারপত্র বিলি করা হয়।

শেয়ার করুন