০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৪:৩৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ডিএমপি অনুমতি দেয়নি জামায়াতকে
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বায়তুল মোকাররমের দ: গেটে আ.লীগের শান্তি ও উন্নায়ন সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বায়তুল মোকাররমের দ: গেটে আ.লীগের শান্তি ও উন্নায়ন  সমাবেশ


পল্টনে বিএনপি ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিন গেটে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। গত দুইদিন ধরে নানা নাটকীয়তা শেষে ডিএমপি শুক্রবার ২৭ অক্টোবর রাতে বিশেষ কিছু শর্তারোপ করে ওই অনুমতি প্রদান করে। ওই শর্তাবলীর মধ্যে রয়েছে বিকেল ২টার আগে সমাবেশ শুরু করা যাবে না। এবং পাচটার মধ্যে শেষ করতে হবে। এ শর্তের সংখ্যা কুড়িটি।

এদিকে গতকাল দুপুরের পর থেকেই পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে জনসমাগম শুরু হয়। পুলিশ এক পর্যায়ে বাধাদানের চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশ্য ততক্ষন পর্যন্ত অনুমতি দেয়া হয়নি। অনুমতির পর থেকে মানুষের সমাগম বাড়তে থাকে। অনেকেই বলতে থাকেন, রাতে তারা রাস্তায় সমাবেশস্থলেই থাকবেন।



এদিকে সমাবেশে আসতে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রামগঞ্জে বিএনপি নেতা কর্মীদের অনেকের বাড়ী ঘরে তল্লাশী পর্যন্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তায়ও বিভিন্ন চেকপোষ্ট ছিল। যেগুলোতে অনেকে নানা অজুহাত দিয়ে পেরিয়ে এসেছেন। অনেককে ফিরিয়েও দেয়া হয়। রাজধানীতে শান্তি শৃংখলা বজায় রাখার নিমিত্তে নিরাপত্তার জন্যই এগুলো করেছেন বলে জানানো হয়।

বিএনপি সূত্রে জানা গেছে ২৮ অক্টোবর দুপুর ২টায় শুরু হবে তাদের মহাসমাবেশ। অপরদিকে আওয়ামী লীগের সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটা থেকে।
এছাড়া শাপলা চত্তর মতিঝিলে জাময়াত সমাবেশ করতে চাইলে ডিএমপি জামায়াতকে অনুমতি দেয়নি।

শেয়ার করুন