১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৫৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


'বিএনপি-জামায়াতের সাথে সংঘর্ষে পুলিশের একজন সদস্য নিহত'
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
'বিএনপি-জামায়াতের সাথে সংঘর্ষে পুলিশের একজন সদস্য নিহত'


২৮ অক্টোবর শনিবার বিএনপি ও জামায়াতের সাথে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ফারুক হোসেন বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই পুলিশ সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

"ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি- জামায়াতের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে" - বলছেন ফারুক হোসেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহত সদস্যের মাথায় আঘাতের চিহ্ন এবং পোশাক ছেড়া রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

ঢাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, ঢাকায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরো ১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এর আগে কাকরাইলে প্রধান বিচারপতির ভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে কিছু ইটপাটকেল বাসভবনের ভেতরে গিয়ে পড়ে। সেখানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

শেয়ার করুন