০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৬:৩৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি- ফরহাদ মজহার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২৪
ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি- ফরহাদ মজহার


কবি, লেখক ও দার্শনিক ফরহাদ মজহার তরুণদের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে একটি কবিতা আবৃত্তি অনুষ্ঠানে আজ শনিবার তিনি বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে।’


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। ফরহাদ মজহার বলেন, তরুণরা আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং তা অব্যাহত রাখতে হবে। নিরীহ ছাত্র-জনতাকে হত্যা ও নির্যাতনের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি। তিনি বলেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হবে।


জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশের অনেক খাতে সংস্কার দরকার। প্রথমে সংস্কার, পরে নির্বাচন। ফরহাদ মজহার বলেন, গত ২০ বছরে দেশ ও জনগণের ন্যায্য অধিকার প্রয়োগের পক্ষে কথা বলতে পারেননি তিনি ।

অনুষ্ঠানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘হাজার শহীদের রক্ত দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। এই ঐক্য ধরে রাখতে হবে।  শহীদদের ভুলে গেলে চলবে না।’


তিনি বলেন, ‘দুই বছর আগে আমরা বিশ্বসাহিত্য কেন্দ্রে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে কবি, লেখক ও সাংবাদিকদের নিয়ে বঙ্গীয় সাহিত্য সভার মাধ্যমে দাবি তুলেছিলাম। পর্যায়ক্রমে সেই আন্দোলন বিভিন্নভাবে রাজপথে ছড়িয়ে পড়ে।’


জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কারী তাদের সঙ্গে ছিলেন। অনুষ্ঠানে বঙ্গীয় সাহিত্য সভার সদস্য সালাহ উদ্দিন শুভ্র, এহসান মাহমুদ ও মৃদুল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন ।
এর আগে অনুষ্ঠানে প্রায় ৫০ জন কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

শেয়ার করুন