০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


গাজা যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে বাড়ছে মুসলিম বিদ্বেষ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০১-২০২৪
গাজা যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে বাড়ছে মুসলিম বিদ্বেষ গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে প্রতিবাদ


গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধের জেরে গত তিন মাসে যুক্তরাষ্ট্রে মুসলিম ও ফিলিস্তিনি বিদ্বেষ সংক্রান্ত বিভিন্ন ঘটনা-অপরাধ প্রায় ১৮০ শতাংশ বেড়েছে। 

দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএএইচআর) গত ২৯ জানুয়ারি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের শেষ তিন মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে মুসলিম ও ফিলিস্তিনি-বিদ্বেষী ঘটনা ও অপরাধ সংক্রান্ত ৩ হাজার ৫৭৮টি অভিযোগ এসেছে।

যুক্তরাষ্ট্রে মুসলিমদের বৃহত্তম সংস্থাটি জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম এবং ফিলিস্তিনি-বিরোধী পক্ষপাতিত্ব বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০২৩ সালের যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষপূর্ণ ঘটনা ও অপরাধ বেড়েছে ১৭৮ শতাংশ। এর মধ্যে গত নভেম্বরে ভারমন্টে যেখানে ফিলিস্তিনি বংশোদ্ভূত তিন ছাত্রকে গুলি এবং অক্টোবরে ইলিনয়েতে ছয় বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতের ঘটনাও রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মুসলিমবিদ্বেষী অভিযোগগুলোর মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে কর্মক্ষেত্রে বৈষম্যের ঘটনা ঘটেছে ৬৬২টি, ঘৃণামূলক আচরণ ও অপরাধ ৪৭২টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বঞ্চনাবৈষম্য-সংক্রান্ত বিভিন্ন ঘটনা ঘটেছে ৪৪৮টি।

এদিকে দেশটিতে মুসলিমবিদ্বেষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইহুদিবিদ্বেষী মনোভাবও। দেশটিতে বসবাসকারী ইহুদিদের বৃহত্তম সংস্থা অ্যান্টি ডিফেমেশন লিগের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রজুড়ে ইহুদিবিদ্বেষী ঘটনা ২০২২ সালের তুলনায় ৩৬০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের জন্য নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে মার্কিন সরকার। মার্কিন বিচার বিভাগও বলছে, ইহুদি ও মুসলমানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেন এসব ঘটনার নিন্দা জানিয়েছেন।

শেয়ার করুন