০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩১:২২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নিউইয়র্কে বিরোধের জেরে স্টেশনে গুলি, নিহত ১
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
নিউইয়র্কে বিরোধের জেরে স্টেশনে গুলি, নিহত ১ সাবওয়ে স্টেশন


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর একটি ব্যস্ততম সাবওয়ে স্টেশনে গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় গত ১২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিউইয়র্কের ব্রঙ্কসের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ার থেকে ১৪ কিলোমিটার বা প্রায় ৯ মাইল উত্তরে।

নিউইয়র্কের অগ্নিনির্বাপণ বিভাগ গত ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জানায়, গুলির ঘটনায় ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিউইয়র্ক শহরের ট্রানজিট পুলিশের প্রধান মাইকেল ক্যামপার বলেন, ‘ট্রেনের ভেতরে দুটি দলের মধ্যে বিরোধ হয়েছিল বলে আমরা ধারণা করছি। এর জেরে গুলির ঘটনা ঘটে থাকতে পারে।’ মাইকেল ক্যামপার জানান, নিহত ব্যক্তি একজন পুরুষ। তাঁর বয়স ৩৪ বছর। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাননি তিনি।

যুক্তরাষ্ট্রে এমন গোলাগুলির ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোট জনসংখ্যার তুলনায় দেশটিতে বন্দুকের সংখ্যা বেশি। এমনকি যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক মানুষের কাছে বন্দুক রয়েছে।

শেয়ার করুন