০৮ মে ২০১২, বুধবার, ০২:১৩:২২ অপরাহ্ন


বিপিএলে নতুন চ্যাম্পিয়ন বরিশাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৩-২০২৪
বিপিএলে নতুন চ্যাম্পিয়ন বরিশাল


বিপিএলে নতুন চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আজ শুক্রবার অনুষ্টিত ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে ওই যোগ্যতা অর্জন করে দলটি। মুলত বরিশালে ছিল এবার অভিজ্ঞ ক্রিকেটারদের সমাহার। তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ভিনদেশীরা। কুমিল্লাও কম যায়নি। কিন্তু শেষ রক্ষা হয়নি।


সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নদের ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল।
এ ম্যাচে  প্রথম ব্যাটিং করে কুমিল্লা সংগ্রহ করেছিল ১৫৪ রান। জবাবে ১৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতেই ৭৬ রান তোলেন দুই ওপেনার তামিম ও মেহেদী হাসান মিরাজ।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। ইনিংসের প্রথম ওভারেই কাইল মায়ার্সের বলে ওবেদ ম্যাককয়ের দুর্দান্ত ক্যাচে ড্রেসিংরুমে ফেরেন সুনীল নারাইন (৫)। পরে দ্রুত ফিরে যান তাওহীদ হৃদয় (১৫) ও লিটনও (১৬)। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বসা কুমিল্লাকে টেনে তুলতে পারেননি মিডল অর্ডার ব্যাটার চার্লস জনসনও (১২)।


এরপর ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৬ রান তোলেন দুই ওপেনার তামিম ও মেহেদী হাসান মিরাজ। পরবর্তিতে দ্বায়িত্ব নিয়ে অন্যরা নিয়ে যায় দলকে জয়ের লক্ষ্যে ৬ বল হাতে রেখেই। মেয়ার্স করেন ৪৬ রান। এছাড়া তামিমের ৩৯ ও মিরাজের ২৯ রান উল্লেখযোগ্য। মুস্তাফিজ ও নারিন নেন দুটি করে উইকেট। বিপিএলে প্লেয়ার্স অব দ্যা টুর্নামেন্ট হন তামিম ইকবাল। মেয়ার্স হন ম্যান অব দ্যা ম্যাচ।  

 


শেয়ার করুন