০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩৬:৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


`আধিপত্যবাদের কালো থাবা স্বাধীনতাকামী জনতা রুখে দেবে'
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৪
`আধিপত্যবাদের কালো থাবা স্বাধীনতাকামী জনতা রুখে দেবে'


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির খাতা শূন্য। বুকভরা আশা নিয়ে লাখো শহীদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে ভারতের কালো থাবা সহ্য করারমতো নয়। বীর শহীদের রক্তের সাথে গাদ্দারি করে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দিয়েছে। অরক্ষিত সীমানা, সবকিছুতে ভারতের খবরদারি ও আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা দিন দিন ফুটে ওঠছে। স্বাধীনতার এতোকাল পরেও অর্জিত স্বাধীনতার সুফল থেকে আজও মানুষ বঞ্চিত। গুম, খুন, বিচারবহির্ভুত হত্যাকান্ড ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাষ্ট্রযন্ত্রের জবরদখল দেখলে মনে হয় আমরা প্রকৃতপক্ষে স্বাধীন নই। আধিপত্যবাদ ভারতের পাচাটা গোলাম আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে ভারতের হাতে দেশের স্বাধীনতা বিকিয়ে দিচ্ছে।


মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ  আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘স্বাধীনতার প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. মোঃ শহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান প্রমুখ।
মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, ভারতের গোলামি করার জন্য দেশ স্বাধীন হয়নি। ভারতক বয়কট করতে হবে। ভারতের পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার বাড়াতে হবে। ভারতের গোলাম আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

সভাশেষে মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকল বীর সেনানীদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।  


শেয়ার করুন