০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


গ্রিনকার্ডের ৯৫ লাখ মামলার ব্যাকলগ কমানোর উদ্যোগ
রজত দেব
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২২
গ্রিনকার্ডের  ৯৫ লাখ মামলার ব্যাকলগ কমানোর উদ্যোগ ইউএস গ্রিনকার্ড নমুনা ছবি


 যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বিভাগ ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিস বিভিন্ন ক্যাটাগরির ৯.৫ মিলিয়ন বা ৯৫ লাখ ব্যকলগ কমানোর ঘোষণা দিয়েছে। এ জন্য তারা বিভিন্ন ক্যাটাগরিতে ফরম প্রসেসিংয়ে প্রিমিয়াম সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রিমিয়াম সার্ভিস হলো অতিরিক্ত ফি দিয়ে দ্রুত নিষ্পত্তির সুযোগ নেয়া। বর্তমানে ব্যাপকসংখ্যক আবেদন স্থগিত হয়ে রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ২০২০ সালের ১ অক্টোবর সম্পূরক বিলে ইমিগ্রেশন স্থিতিশীল আইন এর মাধ্যমে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কর্তৃত্ব বৃদ্ধি করা হয়। তার মাধ্যমে অতিরিক্ত ফি আদায় করে দ্রুত প্রসেসিং করার ব্যবস্থা নেয়া যাবে। 

বর্তমানে যে প্রিমিয়াম প্রসেসিং চালু করা হয়েছে তার মাধ্যমে ইমিগ্রেশন বিভাগ আই-৫৩৯ (অ্যাপ্লিকেশন টু চেঞ্জ/এক্সটেন্ড স্ট্যাটাস বা এখানে অবস্থানের মেয়াদবৃদ্ধি) আই-৭৬৫ (ওয়ার্ক পারমিট) এবং আই-১৪০ (ইমিগ্র্যান্ট পিটিশন করে বহিরাগতদের কাজের ব্যবস্থা)-এর জন্য যথাশিগগির প্রসেসিং সম্ভব করা। হোমল্যান্ড সিকিউরিটি ক্রমান্বয়ে তা ব্যবস্থা করবে। তবে এই ঘোষণায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোথায়ও উল্লেখ করে নাই যে, আই-৪৮৫ বা গ্রিনকার্ডের জন্য কোনো প্রিমিয়াম সার্ভিস চালু করবে। বলা হয়েছে প্রিমিয়াম সার্ভিস ব্যতিরেকেই আই-৪৮৫ বা গ্রিনকার্ডের আবেদন ৬ মাসের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করা হবে। যা কোনো প্রকার অতিরিক্ত ফি ব্যতিরেকেই করা হবে। এরপরও হোমল্যান্ড সিকিউরিটি বলেছে এখানে অবস্থানের মেয়াদ বৃদ্ধি এবং ওয়ার্ক পারমিটের জন্য প্রিমিয়াম সার্ভিস ২০২৫ সালের আগে চালু করা যাবে না। কারণ প্রিমিয়াম প্রসেসিংয়ের রাজস্ব সংক্রান্ত ব্যয় মেটানোর জন্য বা অতিরিক্ত স্টাফ নিয়োগের জন্য খরচ বাবদ অর্থ সংস্থান করা সম্ভব নয়। আর তা করতে গেলে অন্যখাতে ব্যয় মেটানো যাবে না। কারণ এ ব্যয় নিয়ে কংগ্রেসের নির্দেশনা রয়েছে। 

প্রিমিয়াম প্রসেসিং ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর বাস্তবায়িত হবে। যেসব ফরমসমূহ প্রিমিয়াম প্রসেসিংয়ের জন্য প্রথম নির্ধারিত হয়েছে তা নিম্নে বর্ণনা করা হলো : 

ইবি-১ ইমিগ্র্যান্ট ক্লাসিফিকেশন বা মাল্টিন্যাশনাল নির্বাহী অথবা ব্যবস্থাপক হিসেবে আবেদন করবে ফরম আই-১৪০। এরপর রয়েছে ইবি-২ ইমিগ্র্যান্ট শ্রেণি যারা অ্যাডভান্স ডিগ্রিধারী কোনো পেশাভুক্ত ব্যক্তি। অথবা কোনো ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন ব্যক্তি যারা জাতীয় স্বার্থের জন্য ওয়েবার চাইছেন (ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার)। তাদের বর্তমান ফি ১৭০০ ডলার আর প্রিমিয়াম সার্ভিসে তাদের ফি হবে ২৫০০ ডলার। তাদের আবেদনের ৪৫ দিনের মধ্যে জবাব পাবেন। 

যারা ভিসা এক্সটেনশন ও স্ট্যাটাস চেঞ্জের জন্য আই-৫৩৯ পেশ করে  এফ-১  (স্টুডেন্ট) এফ-২ (স্টুডেন্ট স্পাউজ), জে-১ (এক্সচেঞ্জ ভিসাধারী), জে-২ (এক্সচেঞ্জ ভিসাধারী স্পাউজ) , এম-১ অথবা এম-২ নন-ইমিগ্র্যান্ট ভিসায় রূপান্তর কিংবা ই-১, ই-২, ই-৩, এইচ-৪, এল-২, ও-৩,পি-৪ অথবা আর-২ নন ইমিগ্র্যান্ট স্ট্যাটাসএ বর্ধিত করতে চায় তাদের ফি-১৭৫০ ডলার ও সময়সীমা-৩০ দিন হবে। আর আই-৭৬৫ বা ওয়ার্ক পারমিট আবেদনের প্রিমিয়াম প্রসেসিং ফি হবে ১৫০০ ডলার এবং সময় হেেব ৩০ দিন ও পিটুভুক্ত ছাত্রদের ওয়ার্ক পারমিট এবং এক্সচেঞ্জ ভিজিটর ২০২২ অর্থবছরে শুরু হবে।

ইউএসসিআইএসের ঘোষণায় বলা হয়েছে : 

১. প্রিমিয়াম প্রসেসিংয়ে আই-১২৯ ও আই-১৪০ এবং সময় লাগবে ২ সপ্তাহ; ২. প্রিমিয়াম প্রসেসিং ছাড়া আই-১২৯-এ সময় লাগবে দুই মাস; ৩. আই-৭৬৫ (ওয়ার্ক পারমিট) আই-১৩১ (অ্যাডভান্স প্যারোল)। আই-৮২৪-এ সময় লাগবে তিন মাস; ৪. এন-৪০০, এন-৬০০. এন-৬০০-কে, আই-৪৮৫ (গ্রিনকার্ড আই-১৪০ (প্রিমিয়াম প্রসেসিং থাকবে না)। নিকটাত্মীয় আই-১৩০, প্রেমিক/বন্ধু, আই-১২৯ এফ, আই-২৯০- বি, আই-৩৬০, আই-১০২, আই-৫২৬, আই-৬০০, আই ৬০০এ, আই-৬০০/সি, আই-৭৩০, আই-৮০০, আই-৮০০এ, আই-৯০, আই-৮২১ডি নবায়নে সময় নেবে ৬ মাস। এসব আবেদনে প্রিমিয়াম সার্ভিস নিয়ম থাকবে না।


শেয়ার করুন