একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও আওয়ামী বুদ্ধিজীবি আলোচিত ব্যাক্তিত্ব শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলায় রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার সাংবাদিকদের বলেন, শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও তেজগাঁও থানার পুলিশ। যেহেতু আমার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তাই এ বিষয়ে আমাকে অবগত করা হয়েছে।
গ্রেফতার শাহরিয়ার কবিরকে ডিবি পুলিশ নিয়ে গেছেন। তিনি এখন তাদের হেফাজতেই আছেন।