০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:৫৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


অস্ট্রেলিয়ায় শিক্ষা সফরে যাচ্ছেন ক্রিকেট কর্তারা
খন্দকার সালেক
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৪
অস্ট্রেলিয়ায় শিক্ষা সফরে যাচ্ছেন ক্রিকেট কর্তারা


অস্ট্রেলিয়ায় শিক্ষা সফরে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা! নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এ তথ্য। বিশ্ব ক্রিকেটের তিন প্রধানের অন্যতম অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্বকাপ জিতেছে ছয় বার। টি২০ এবং টেস্ট চ্যাম্পিয়ন হয়েছে। দুই যুগ অধিক সময় ক্রিকেটের কুলিন পরিবারের সদস্য হলেও একবারও কোনো পর্যায়ে শিরোপা জয় করেনি বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজেও জয়ের দেখা মেলে কালেভদ্রে। সবাই জানে ঘরোয়া মান, অবকাঠামো শীর্ষস্থানীয় দলগুলো দূরের কথা দক্ষিণ এশিয়ান দেশগুলো থেকেও অনেক পিছিয়ে। এমতাবস্থায় অস্ট্রেলিয়ার মতো সমৃদ্ধ দেশ থেকে বাংলাদেশ ক্রিকেটের শেখার আছে অনেক কিছু। কিন্তু সেই শিক্ষাগুলো পেতে হলে স্বল্পমেয়াদে গ্রাউন্ডসম্যান, কিউরেটর, আম্পায়ার, ক্রিকেট অবকাঠামো নির্মাণকাজে নিয়োজিত প্রকৌশলী, স্থাপত্যবিদ এবং দীর্ঘমেয়াদে বয়সভিত্তিক ক্রিকেটার প্রেরণ যথাযথ হবে। 

জানা গেছে, বিসিবির কয়েকজন পরিচালক আসবেন শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায়। জানি এদের অনেকের ব্যাপারে ক্রিকেট মহলে নানা বিতর্ক নানা অভিযোগ আছে। দীর্ঘদিন ক্রিকেট পরিকল্পনা এবং পরিচালন কাজে যুক্ত থেকেও ক্রিকেটের গুণগত মানের আদৌ উন্নয়ন ঘটেনি। বাদ বিচার না করে ক্রিকেট পরিচালকদের অস্ট্রেলিয়ায় শিক্ষা সফরে প্রেরণ করলে সফরটি প্রমোদ ভ্রমণে পরিণত হবে। কদিন আগেই শেষ হলো বিসিবির এজিএম। ফলে এমন সফর তার কোনো সুফল পাচ্ছে কি না পরিচালকরা সেটা কে জানে!

২০০৫-২০২৪ প্রায় দুই দশক অস্ট্রেলিয়ায় থাকার সুযোগে মেলবোর্ন এবং ব্রিসবেনে বিভিন্ন পর্যায়ের ক্রিকেট দেখার এবং জানার সুযোগ হয়েছে। ৫-৭ বছর, ৭-১০ শিশুদের ক্রিকেট শিক্ষা, ক্রিকেট একাডেমির কার্যক্রম, অপেশাদার এবং পেশাদার ক্রিকেটের সঙ্গে পরিচিত হয়েছি। ক্রিকেট মৌসুমে নিয়মিত খেলা দেখিম, খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা, সংগঠক, ক্রিকেট অনুরাগীদের সঙ্গে আলোচনা করি। আমি মনে করি, অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ ক্রিকেটকে সহায়তা প্রধান বিষয়ে অনেক আন্তরিক। 

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিবির একটি প্রফেশনাল দক্ষতা বৃদ্ধির চুক্তি হয়েছিল দীর্ঘদিন আগে। সে সুবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটাই উন্নতি ঘটেছে। ফলে এমতাবস্থায় আলোচিত ক্রিকেট সফরে বিসিবি পরিচালকদের না পাঠিয়ে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের পাঠানো যথাযথ হবে। এতে করে বিশেষাজ্ঞগন অস্ট্রেলিয়ার বিভিন্ন খুঁটিনাটি বিশেষ করে ঘরোয়া ক্রিকেট, একাডেমিসহ তৃণমূল থেকে ক্রিকেট স্ট্র্যাকচার সাজানোর বিষয়গুলো পর্যবেক্ষণ করে বিসিবিতে রিপোর্ট করে সে অনুসারে পদক্ষেপ গ্রহণ করলে সেটা দেশের ক্রিকেটের উন্নতি ঘটবে। 

কিন্তু পরিচালকরা যারা রয়েছেন, যাদের অনেকের পেশা ব্যবসা ও অন্যান্য। ক্রিকেটের সঙ্গে অনেকেই কোনোদিন ছিলেন না। কেউ অল্প স্বল্প থাকলেও সে জ্ঞান এখন আর কোনো কাজে দেয়ও না। এমন লোকেরা কীভাবে টিকে রয়েছে বোর্ডে সেটা সবার জানা! ফলে এদের অস্ট্রেলিয়াতে ঘুরিয়ে নিয়ে যাওয়া বিসিবির মতো ধনী বোর্ডের কোনো বিষয় না হলেও এতে ক্রিকেটের খুব একটা উন্নতি হবে বলে কেউ মনে করেন, এমন সংখ্যা নেহায়েত কম।

শেয়ার করুন