০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
‘সরকার বাজার সিন্ডিকেট লালন পালন করছে’
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৫-২০২৪
‘সরকার বাজার সিন্ডিকেট লালন পালন করছে’


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। কাচা তরকারি, ডিম, মাছ, গোশতের দামে কাছে যাওয়াই দায়। এমতাবস্থায় খেটে খাওয়া সাধারণ মানুষ, শ্রমিক জনতার কী হবে, তা নিয়ে ভাববার সময় নেই সরকারের। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনগণ দিশেহারা। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। সরকারের ভয়াবহ দুর্নীতির প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়েছে। সরকার সিন্ডিকেটকে লালন পালন করছে। ফলে সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ জনগণ নিষ্প্রেষিত হচ্ছে।

আজ বুধবার দুপুরে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শ্রমিকনেতা আলহাজ্ব আব্দুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বক্তব্য রাখেন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, এইচ এম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হাজী নজরুল ইসলাম,মাওলানা শামসুল ইসলাম মোল্লা, মাওলানা লিয়াকত আলী, আল-আমিন, ওমর ফারুক যশোরী।

মুফতী ফয়জুল করীম বলেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ একজন নেতা। পুরো জীবনকে দীনের পথে ব্যয় করে গেছেন। মৃত্যুর দিনও তিনি আন্দোলনের একটি দাওয়াতী কাজে আলোচনা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। পরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

শেয়ার করুন