১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:২৮:৫৪ পূর্বাহ্ন


ফেডারেল গ্র্যান্ড জুরি মেয়র
অ্যাডামসের ফান্ড তদন্তের অংশ হিসেবে প্রমাণ পর্যালোচনা করছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৪
অ্যাডামসের ফান্ড তদন্তের অংশ হিসেবে প্রমাণ পর্যালোচনা করছে মেয়র অ্যাডামস


ফেডারেল গ্র্যান্ড জুরি তুরস্কের সঙ্গে মেয়র অ্যাডামসের ২০২১ সালের নির্বাচনী প্রচারাভিযানে অবৈধ অনুদান গ্রহণ ও মেয়র অ্যাডামসের সম্পর্কের বিষয়ে ম্যানহাটনের ইউএস অ্যাটর্নির তদন্তের অংশ হিসেবে প্রমাণগুলো পর্যালোচনা করছে। এ বিষয়ের সঙ্গে যুক্ত অন্তত একজন ব্যক্তি সাম্প্রতিক ফেডারেল গ্র্যান্ড জুরি কর্তৃক একটি সাবপোনা পেয়েছেন। ২০২১ সালে নির্বাচনী প্রচারাভিযানে তুরস্ক সরকারের কাছ থেকে অবৈধ অনুদান গ্রহণের অভিযোগের প্রমাণগুলো গ্র্যান্ড জুরি কর্তৃক পর্যালোচনা করে অভিযোগের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে ম্যানহাটন ফেডারেল গ্র্যান্ড জুরি। নিউইয়র্ক ডেইলি নিউজ গত ৭ জুন শুক্রবার এ খবর দিয়েছে। 

একটি সূত্র উল্লেখ করেছে, গত তিন সপ্তাহে মেয়রের সঙ্গে সংযুক্ত অন্তত একজন ব্যক্তি ম্যানহাটন ইউএস অ্যাটর্নির অফিস থেকে একটি ফেডারেল সাবপোনা পেয়েছেন। যাতে উল্লেখ রয়েছে, নির্দিষ্ট নির্দেশাবলি তাকে মানতে হবে এবং বিষয়বস্তু সম্পর্কে তাকে প্রকাশ্যে কথা বলতে নিষেধ করা হয়েছে। ফেডারেল গ্র্যান্ড জুরিদের কাছে অভিযোগ আনা নথি, সাক্ষ্য বা উভয়ের জন্য সাবপোনা জারি করার ক্ষমতা রয়েছে। ম্যানহাটনের ইউএস অ্যাটর্নির একজন মুখপাত্র ড্যামিয়ান উইলিয়ামস যিনি অ্যাডামস প্রচারাভিযানের তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। তাকে ৭ জুন শুক্রবার এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তদন্ত সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

গ্র্যান্ড জুরি ডেভেলপমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অ্যাডামসের মুখপাত্র ফ্যাবিয়ান লেভি বলেন, সিটি হল শুরু থেকেই বলেছে যে, তারা এই পর্যালোচনার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবে। একটি ন্যায্য এবং সময়োপযোগী সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যে কোনো ধরনের সহযোগিতা তারা করবেন। অ্যাডামসের নির্বাচনী প্রচারাভিযান ও ব্যক্তিগত আইনজীবীরা এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেননি।

গত ৭ জুন শুক্রবার বিকালে সিটি হলের বাইরে নিউইয়র্ক ডেইলি নিউজ কর্তৃক মেয়র অ্যাডামসের প্রধান পরামর্শদাতা লিসা জর্নবার্গের কাছে জানতে চাইলে তিনি সরাসরি প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেন।

ফেডারেল তদন্তে আইনি এক্সপোজার সম্পর্কে উদ্বিগ্ন কি না জানতে চাইলে গত মাসে মেয়র অ্যাডামস বলেছিলেন, ‘আমি আইন মেনে চলি। আমি রাতে ভালো ঘুমাই।’ তিনি আরো বলেছিলেন, তদন্তে মেয়রের বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ পাওয়া যায়নি। তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন এবং বলেছেন যে, তার দল যারা তদন্তের নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করছে। মেয়র অ্যাডামস এবং তুরস্কের বিষয়ে তদন্ত গত নভেম্বরে জনসম্মুখে আসে যখন ফেডারেল তদন্তকারীরা সিটি হলের সহযোগী রানা আব্বাসোভা, অ্যাডামস প্রচারণার শীর্ষস্থানীয় তহবিল সংগ্রহকারী ব্রায়ানা সুগস, তুর্কি এয়ারলাইনসের প্রাক্তন নির্বাহী এবং মেয়রের ২০২১ ট্রানজিশন দলের সদস্য সেঙ্ক ওকালের বাড়িতে অভিযান চালায়। এই অভিযানের কয়েক দিন পর এজেন্টরা ম্যানহাটনের একটি রাস্তায় মেয়রের ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করে।

শেয়ার করুন