০৬ জুলাই ২০১২, শনিবার, ১০:১০:৪১ পূর্বাহ্ন


সম্পন্ন হলো বাকার বর্ণাঢ্য বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৪
সম্পন্ন হলো বাকার বর্ণাঢ্য বনভোজন বাকার বনভোজনে অংশগ্রহণকারীরা


বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা)-এর বার্ষিক বনভোজন ২০২৪ এবং এক দশকপূর্তি অনুষ্ঠান গত ৩০ জুন ওয়েস্ট চেস্টার কাউন্টির গ্লেন আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও বনভোজন উদ্্যাপন কমিটির আহ্বায়ক, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন। 

দিনের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাকসুদা আহমেদ। অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বনভোজনের অন্যতম স্পন্সর, মার্কস হোম কেয়ারের পরিচালক আলমাস আলী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, কমিউনিটি অ্যাকটিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির সালেহ উদ্দিন, বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির সহ-সভাপতি সৈয়দ এনাম আহমেদ, মূলধারার রাজনীতিবিদ জুয়ায়েব চৌধুরী প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি আহমেদ ফয়সল, প্রচার ও গণসংযোগ সম্পাদক, বনভোজন উদ্্যাপন কমিটির প্রধান সমন্বয়কারী লিয়াকত আলী, স্কুলশিক্ষা সম্পাদক সালমা সুমি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন।

খুব সকাল থেকেই নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভানিয়া স্টেট থেকে বিপুল পরিমাণ অতিথিদের সমাগমে বনভোজন প্রান্তর হয়ে ওঠে এক অনুপম মিলনমেলায়। বনভোজনে আগত পুরুষ মহিলা এবং শিশু-কিশোরদের বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাকসুদা আহমেদ, আহমেদ ফয়সল, স্কুল ও সমাজসেবা সম্পাদক সালমা সুমী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক দুলাল রহমান।

আপ্যায়ন পর্বের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরি পরিষদ সদস্য জে মোল্লা সানী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, এমডি আলাউদ্দিন, সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, কার্যকরি পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম প্রমুখ।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রিয়েলটর মইনুল ইসলাম, কমিউনিটি অ্যাকটিভিস্ট ময়েজ উদ্দিন লুলু, রিয়েলেটর সেলিনা উদ্দিন, বাফার পরিচালক ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট সংগীতশিল্পী বাউল কালা মিয়া, কমিউনিটি অ্যাকটিভিস্ট কাজী ওদুদ আহমেদ, বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি ফজির আহমেদ আশরাফ, সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার, অর্থ সম্পাদক তৌফিক আলম, আব্দুল মতিন, পুলিশ অফিসার বিলাল উদ্দিন, কাওসার আহমেদ, কবি মাসুম আহমেদ, রাজনীতবিদ আনোয়ার জাহিদ, মোহাম্মদ শাহিন চৌধুরী, সাংবাদিক মোতাসিম বিল্লাহ তুষার, সিদ্দিকুর রহমান সুমন, রিয়েলটর মীর সারওয়ার আলী, কমিউনিটি অ্যাকটিভিস্ট আলমগীর শামীম, মামুন রহমান, সুমন দেব, জুবায়ের আহমেদ, শরীফ উদ্দিন খান প্রমুখ।

শেয়ার করুন