১৬ জুন ২০২৫, সোমবার, ১০:২৭:৪১ পূর্বাহ্ন


বৃহত্তর কুমিল্লা সমিতির জমজমাট বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
বৃহত্তর কুমিল্লা সমিতির জমজমাট বনভোজন বেলুন উড়িয়ে বৃহত্তর কুমিল্লা সমিতির বনভোজন উদ্বোধন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের বার্ষিক বনভোজন বর্ণিল এবং জমজমাট আয়োজনে সম্পান্ন হয়েছে। এই সুন্দর এবং চমৎকার বনভোজন গত ১৪ জুলাই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি লং আইল্যান্ডের বেথপেইজ স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। বৃহত্তর কুমিল্লাবাসীসহ বাংলাদেশি কমিউনিটি, কুমিল্লার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বনভোজনে ছিল সংক্ষিপ্ত আলোচনা, ভোজন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র। যারা এই বনভোজনে গিয়েছেন প্রত্যেকেই শান্তির পরশ নিয়ে বাসায় ফিরেছেন। কারণ প্রতিটি কর্মকাণ্ড ছিল প্রশংসনীয়। সংগঠনের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে প্রচণ্ড গরমের মধ্যেও বনভোজনে অংশগ্রহণকারীদের মন জয় করেছেন। বনভোজনের দিন সকাল থেকে বাসা এবং প্রাইভেটকারযোগে কয়েক শত মানুষ বনভোজনে অংশগ্রহণ করেন। পড়ন্ত বিকালে মানুষের উপস্থিতিতে পুরো পার্কটি যেন একখণ্ড কুমিল্লায় পরিণত হয়েছিল। 

সংগঠনের সভাপতি ডা. ইনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এ সিদ্দিক পাটেয়ারি, আহ্বায়ক মফিজুল ইসলাম রুমি, সদস্য সচিব সোহেল গাজী এবং প্রধান সমন্বয়কারী ইউনুস সরকারের পরিচালনায় বনভোজনে প্রধান অতিথি ছিলেন ডা. আবুল কাশেম, বেলুন উড়িয়ে বনভোজন উদ্বোধন করেন কাজী এন্টারপ্রাইজের সিইও কাজী এনামুল হক। গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারক নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা আমিন খান জাকির, সংগঠনের সাবেক সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারি, প্রধান পৃষ্ঠাপোষক কুইন্স অ্যাডাল্ট ডে কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, পৃষ্ঠপোষক হাজী মোহাম্মদ ইসমাইল মিয়া, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুন মিয়াজী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, প্রো-স্মার্টের প্রেসিডেন্ট মনির রহমান, বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি মজিব উদ্দিন সেন্টু, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুম, কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এ আর মাহবুবুল হক, বৃহত্তর দাউদকান্দি সোসাইটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমতির সভাপতি ফখরুল ইসলাম মনজু, বৃহত্তর দাউদকান্দি সোসাইটির মোহাম্মদ আবু মুছা, কম্যুনিটি এক্টিভিস্ট মোহাম্মদ তারেক হাবিব, কুমিল্লা সোসাইটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ টিটো, ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুদ্দীন বশির, সংগঠনের উপদেষ্টা মঞ্জুরুল আলম হারুণ, হাসান মাহমুদ সোহেল, কবির হোসেন অভি, সামছু উদ্দিন শামিম, সাইদুল ইসলাম রিয়াদ, লুৎফুর রহমান চন্নু, মোহাম্মদ আলম সরকার, নূরে আলম মনির, আবুল হোসেন, মোবারক হোসেন। 

বনভোজনকে সফল করতে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন- যুগ্ম-আহ্বায়ক ফারহানা আক্তার, সমন্বয়কারী তৈমুর রেজা, যুগ্ম-সদস্য সচিব সালাউদ্দিন জাহিদ, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, আব্দুল হান্নান ভুইয়া, রাসেদ ভুইয়া, মিয়া মোহাম্মদ দুলাল, জাকির হোসেন, আলমগীর হোসেন মোল্লা, তুহিন সরকার, বাবুল মিয়া, ফয়েজ আহমেদ, নূর হোসেন, আবু বকর প্রমুখ। 

দিনব্যাপী আনন্দ-উৎসব, খাওয়া-দাওয়া, বিভিন্ন বয়সীদের খেলাধুলা, র‌্যাফেল ড্রর পুরস্কার বিতরণ শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীর আমন্ত্রণ জানিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদক বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন। 

শেয়ার করুন