০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০২:৩৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


এক দফার আন্দোলনে সরব ও জাতীয় ঐক্য চায় বিএনপি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৪
এক দফার আন্দোলনে সরব ও জাতীয় ঐক্য চায় বিএনপি


আবারও ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক ও অন্যান্য দলের একাত্বতা চায় বিএনপি। এর মাধ্যমে এক দফা আন্দোলনেও ফিরছে বাংলাদেশের প্রধান বিরোধী দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সব ইসলামী দল এবং সংগঠনের প্রতি  জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।


শুক্রবার দলটির মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঐক্যের আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘অবৈধ, ফ্যাসিষ্ট সরকারের পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানানো হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুন্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যুনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি বিএনপি’র নেতৃত্বে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।’

এর আগেও বিএনপি জাতীয় ঐক্য ও এক দফা আন্দোলন করে আসছিল বিএনপি। মাঝে কিছুদিনের জন্য এসব এড়িয়ে অণ্য কর্মসূচিতে যেতে চেয়েছিলেন দলটির নীতি নির্ধারকরা।

শেয়ার করুন