২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


এক দফার আন্দোলনে সরব ও জাতীয় ঐক্য চায় বিএনপি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৪
এক দফার আন্দোলনে সরব ও জাতীয় ঐক্য চায় বিএনপি


আবারও ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক ও অন্যান্য দলের একাত্বতা চায় বিএনপি। এর মাধ্যমে এক দফা আন্দোলনেও ফিরছে বাংলাদেশের প্রধান বিরোধী দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সব ইসলামী দল এবং সংগঠনের প্রতি  জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।


শুক্রবার দলটির মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঐক্যের আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘অবৈধ, ফ্যাসিষ্ট সরকারের পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানানো হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুন্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যুনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি বিএনপি’র নেতৃত্বে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।’

এর আগেও বিএনপি জাতীয় ঐক্য ও এক দফা আন্দোলন করে আসছিল বিএনপি। মাঝে কিছুদিনের জন্য এসব এড়িয়ে অণ্য কর্মসূচিতে যেতে চেয়েছিলেন দলটির নীতি নির্ধারকরা।

শেয়ার করুন