ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন শন ডাফি (বামে) এবং ফেডারেল মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ডেরেক বার্স (ডানে) এ অর্থছাড় বন্ধ করার হুমকি দেন
ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (ডিওটি) নিউইয়র্ক স্টেট থেকে হাইওয়ে তহবিল প্রত্যাহারের হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন মর্যাদা নেই, এমন ব্যক্তিদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) দেওয়ার অভিযোগে ট্রাম্প প্রশাসনের নজরদারিতে পড়া সর্বশেষ স্টেট হলো নিউইয়র্ক। এর আগে একই ইস্যুতে ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া ও মিনেসোটা রাজ্যও লক্ষ্যবস্তু হয়েছিল। এসব স্টেটই ডেমোক্র্যাটিক গভর্নরের নেতৃত্বে পরিচালিত এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচক।
ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফির মতে, বিভিন্ন স্টেটের ওপর পরিচালিত একটি অডিটে দেখা গেছে যে অভিবাসীদের অবৈধভাবে সিডিএল দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্কই সবচেয়ে বড় অপরাধী। ডাফির দাবি অনুযায়ী, নিউইয়র্কে ইস্যু করা নন-ডোমিসাইল্ড সিডিএল-এর ৫৩ শতাংশই অবৈধভাবে প্রদান করা হয়েছে। তিনি বলেন, পর্যালোচিত লাইসেন্সের অর্ধেকেরও বেশি যদি অবৈধভাবে ইস্যু করা হয়ে থাকে, তবে সেটি আর নিছক ভুল নয়, এটি রাজ্য নেতৃত্বের দায়িত্বে চরম অবহেলা। গভর্নর ক্যাথি হোচুলকে অবিলম্বে এসব অবৈধভাবে ইস্যু করা লাইসেন্স বাতিল করতে হবে।
ডাফি আরো বলেন, নিউইয়র্ক রাজ্য প্রায় ৩২ হাজার সক্রিয় নন-ডোমিসাইল্ড বাণিজ্যিক লাইসেন্সধারীর ক্ষেত্রে তাদের অভিবাসন মর্যাদা যাচাই করেছে, এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি। তদন্তকারীরা এমন উদাহরণও পেয়েছেন, যেখানে আবেদনকারীদের কাজের অনুমতির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে যাওয়ার পরও নিউইয়র্ক তাদের লাইসেন্স ইস্যু করেছে। ডাফির ভাষ্য, নিউইয়র্কে যদি কোনো আবেদনকারীর কাজের অনুমতি ৩০ দিন, ৬০ দিন বা এক বছরের জন্যও থাকে, তাহলে রাজ্য স্বয়ংক্রিয়ভাবে তাকে আট বছরের একটি বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয়। এটি আইনের পরিপন্থী।
ডাফি জানান, নিউইয়র্ককে ৩০ দিনের মধ্যে ফেডারেল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অন্যথায়, প্রায় ৭৩ মিলিয়ন ডলারের মহাসড়ক তহবিল আটকে দেওয়া হবে। গত মাসে একই ধরনের সমালোচনার পর ক্যালিফোর্নিয়া প্রায় ১৭ হাজার সিডিএল বাতিল করার ঘোষণা দিয়েছিল।
ডাফির এ উদ্যোগের সূচনা হয়েছিল ফ্লোরিডায় ঘটে যাওয়া একটি মারাত্মক দুর্ঘটনার পর। সেখানে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি না থাকা একজন ট্রাকচালক অবৈধভাবে ইউটার্ন নিতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটান, যাতে তিনজন নিহত হন। তবে সংশ্লিষ্ট লাইসেন্স সংক্রান্ত নিয়মগুলো বহু বছর ধরেই কার্যকর রয়েছে।
এদিকে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব মোট ভেহিক্যালস (ডিএমভি) এই অভিযোগের জবাব দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা ডিওটির চিঠি পর্যালোচনা করবে এবং সে অনুযায়ী জবাব দেবে। ডিএমভির মুখপাত্র ওয়াল্টার ম্যাকক্লুর এক বিবৃতিতে বলেন, সেক্রেটারি ডাফি আবারও নিউইয়র্ক স্টেট সম্পর্কে মিথ্যা বলছেন। তিনি যে ব্যর্থ ও বিশৃঙ্খল প্রশাসনের প্রতিনিধিত্ব করেন, সেখান থেকে দৃষ্টি সরাতেই এটি তার মরিয়া চেষ্টা।
তিনি আরো বলেন, বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন। সেই সঙ্গে নিউইয়র্ক স্টেট ডিএমভি ফেডারেল নিয়ম মেনে চলেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা যে প্রতিটি সিডিএল ইস্যু করি, তা ফেডারেল বিধিমালা অনুযায়ী ফেডারেলভাবে জারি করা নথির মাধ্যমে আবেদনকারীর বৈধ অবস্থান যাচাই সাপেক্ষেই করা হয়। এটি সেক্রেটারি ডাফির আরেকটি রাজনৈতিক কৌশল মাত্র, যা আমাদের সড়কগুলোকে আরো নিরাপদ করে না। আমরা ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের চিঠি পর্যালোচনা করে যথাযথ জবাব দেব।