০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৪৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


আ’লীগের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৪-০৮-২০২৪
আ’লীগের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার


জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর আওয়ামী দুর্বৃত্তসহ এক শ্রেণীর দুর্বৃত্ত কর্তৃক হামলা নির্যাতনের খবর পাওয়া গিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর মন্দিরের নিরাপত্তা বিধানে ছাত্র-জনতা পাহারা বসিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী সন্ত্রাসীদের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার নির্দেশ দিয়েছে। তারা মন্দিরে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। জনগণের মাঝে বিভক্তি সৃষ্টি করে চলমান ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে দুর্বল ও কালিমালিপ্ত করার চক্রান্তে লিপ্ত রয়েছে।

নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট হাসিনার আশ্রয়দাতা ও মদদদাতা ভারত সরকারের সহায়তায় সামাজিক মাধ্যমে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা নিয়ে মিথ্যা ও ভুয়া সংবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে। বাংলাদেশের জনগণের বৃহত্তর ঐক্য বিনষ্ট করতে তারা সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারতের কাছে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিলিয়ে দিয়েছেন। গোলামীর চুক্তি করে বাংলাদেশকে ভারতের অধীনস্ত করেছেন। এখন শেখ হাসিনার পতনের ফলে বাংলাদেশের ওপর ভারতের নিয়ন্ত্রণ উচ্ছেদ হয়ে যাওয়ার মুখে।

বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এক শ্রেণীর মতলববাজ নেতাদের মাধ্যমে তৎপরতা চালাচ্ছে এবং বাংলাদেশের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় অংশ তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন। এর বড় প্রমাণ দেশে জুলাই-আগস্ট মাসে খুনী হাসিনার নির্দেশে আন্দোলনরত শত শত ছাত্র শিশু-কিশোর শ্রমজীবী মানুষ নিহত হলেও হিন্দু ধর্মাবলম্বীদের আন্দোলনরত সংগঠনগুলোর ৮-দফা দাবির কোথাও এই হত্যার বিরুদ্ধে কোন প্রতিবাদ নেই! একটি বাক্য পর্যন্ত নেই!

পাকিস্তানি আমলে পূর্ব বাঙলার (তৎকালীন পূর্ব পাকিস্তানের) জনগণের স্বাধিকার আন্দোলনকে ধ্বংস করতে পাকিস্তানি শাসকগোষ্ঠী আন্দোলনের সময় বাঙালি ও বিহারিদের (উর্দুভাষী) ভিতর চক্রান্ত করে সংঘর্ষ লাগিয়ে দিত। ঠিক তেমনি, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদেরকে ব্যবহার করতে ভারত উঠে পড়ে লেগেছে। তাঁরা হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা বাংলাদেশের সমগ্র জনগণের অংশ। ফ্যাসিস্ট হাসিনার চক্রান্তের সাথে কিম্বা সাম্রাজ্যবাদী ভারতের ভূরাজনীতির গুটি হবেন না।

নেতৃবৃন্দ বলেন, তাঁবেদার শেখ হাসিনার পতনের পরও ভারত তাদের বাংলাদেশ সম্পর্কিত নীতি পরিবর্তন করেনি। এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদী চক্রান্ত ও হস্তক্ষেপের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিকশিত ও জোরদার করতে হবে।

শেয়ার করুন