২০ সেপ্টেম্বর ২০১২, শুক্রবার, ০৫:৪০:২০ অপরাহ্ন


নিউইয়র্ক বিএনপি দক্ষিণের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৪
নিউইয়র্ক বিএনপি দক্ষিণের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ


গত ২ সেপ্টেম্বর নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে দোয়া মাহফিল ও ত্রাণ তহবিল সংগ্রহ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম এবং অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুঁইয়া, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা।

অনুষ্ঠানের শুরুতেই জ্যাকসন হাইটস মসজিদের পেশ ইমাম মাওলানা সাদেক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া পরিচালনায় ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের, বন্যার্তদের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সুন্দর বাংলাদেশ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, কামাল উদ্দিন দিপু, অ্যাডভোকেট রেজবুল কবির, জোহরা বেগম, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ। সাবেক সদস্য গোলাম এন হায়দার মুকুট, কামাল হোসেন হাওলাদার, আব্বাস উদ্দিন, জামাল হোসেন, ফারদিন রনি, মোঃ মহসিন, মোঃ হাসান।

আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মোঃ লিয়াকত হোসেন, অহিদুজ্জামান নিলু, মোঃ রাকিব হোসেন, সুলতান মাহমুদ সিদ্দিকী, গোলাম মাহমুদ, জসিম উদ্দিন, মোঃ নুরে আলম চৌধুরী, কাজী কাজী মতিয়ার রহমান, এস এম ফেরদৌস, জামশেদ উদ্দিন হৃদয়, মোঃ রুবেল গাজী,হুমায়ুন কবির, মহসিন আহমেদ, মোঃ তোফাজ্জল রহমান, মোঃ ওবায়দুল হক, মোঃ জাহাঙ্গীর হোসেন, আতিক মুন্সী,বাবুল শিকদার, মোঃ সোহেল, মাজহারুল ইসলাম মিরন, মোঃ সালেহ উদ্দিন, মোঃ নাজমুল, কাজী মতিয়ার রহমান, তপন চৌধুরীসহ আরো অনেকে।

প্রধান অতিথি গিয়াস আহম্মেদ তার বক্তব্যে ঐক্যবদ্ধ বাংলাদেশের গুরুত্ব আরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে একজন উপদেষ্টা নিয়োগের জোর দাবি জানান। 

সভাপতি সেলিম রেজা তার বক্তব্যে বিএনপির সমৃদ্ধি কামনা করেন এবং বলেন আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে যাতে স্বৈরাচারের দোসররা প্রতি বিপ্লব না ঘটাতে পারে।

সর্বশেষ তবারক পরিবেশেন মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

শেয়ার করুন