০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভে নেতৃবৃন্দ
ঢাকাকে অচল করতে ২ কোটি নেতাকর্মী প্রস্তুত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-১০-২০২৪
ঢাকাকে অচল করতে ২ কোটি নেতাকর্মী প্রস্তুত বক্তব্য রাখছেন ড. সিদ্দিকুর রহমান


বাংলাদেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, মামলা এবং নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে গত ৬ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ করেছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

অনুষ্ঠানের বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি ডা: মাসুদুল হাসান, সোলাইমান আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু, দুরুদ মিয়া রনেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, শ্রম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা, নূরুল আমিন বাবু, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লিটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম উদ্দিন আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক শিবলী, মুস্তাইন বিল্লা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, যুবলীগ নেতা, ছাত্রলীগ নেতা হৃদয়। এছাড়া অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ড. সিদ্দিকুর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনুস অবৈধ সরকার। এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তিনি বলেন, এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে তার হাতে ক্ষমতা তুলে দেয়া হোক। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনো সময় আছে পদত্যাগ করুন। তা নাহলে আওয়ামী লীগের ২ কোট নেতাকর্মী প্রস্তুত আছে ঢাকাকে অচল করে দেয়ার জন্য।

অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়।

শেয়ার করুন