৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৪:৩৩ পূর্বাহ্ন


আড়াই মাস সংগ্রাম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ, বাস দুর্ঘটনায় তোফাজ্জলের স্বপ্ন শেষ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
আড়াই মাস সংগ্রাম করে যুক্তরাষ্ট্রে প্রবেশ, বাস দুর্ঘটনায় তোফাজ্জলের স্বপ্ন শেষ আহত সাব্বির মাহমুদ


তোফাজ্জল হোসেন। বয়স মাত্র ৩৬ বছর। বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বপ্নের দেশ আমেরিকায় প্রবেশ করেছিলেন। তোফাজ্জল হোসেন। আসার সময় প্রিয়তমা স্ত্রী এবং আদরের দুই শিশু সন্তানকে রেখে এসেছিলেন। পরিবার এবং সন্তানদের উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে আমেরিকায় এসেছিলেন তোফাজ্জল হোসেন। তার এক আত্মীয় জানান, প্রায় আড়াই মাস কষ্টের পর তোফাজ্জল হোসেন ব্রাজিল হয়ে টেক্সাসে প্রবেশ করেন। সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা। গত ৭ নভেম্বর তোফাজ্জল হোসেন টেক্সাস থেকে নিউইয়র্ক আসেন। নিউইয়র্কের বাফেলোতে থাকেন তোফাজ্জল হোসেনের বোন। তাই তিনি স্থির করেন বোনের বাসায় যাবেন। গত ৭ নভেম্বর তিনি বসে করে বাফেলোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসের মধ্যে যাত্রীর সংখ্যা ছিলো ২৮।

নিউ ইয়র্ক থেকে বাফেলোগামী বাস ড্রাইভার এর ক্লান্তি ও অতিরিক্ত গতির কারণে ৭ নভেম্বর আনুমানিক সকাল ৭টায় রচেস্টার এ ও- ৪৯০ তে উল্টে যায় বাসটি। মারাত্মক সড়ক দুর্ঘটনায় বসেনর সকল যাক্রীই আহক হয়। তবে মারাত্মকভাবে আহত হন শরীয়তপুরের তোফাজ্জল হোসেন (৩৮)। মাথায় মারাত্মক আঘাতের কারণে রচেস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুম তোফাজ্জল হোসেন বাফেলোর বাসিন্দা এমদাদুল হক লিমন এর সহধর্মিনীর ছোট ভাই। একই বাসে ছিলেন নিউইয়র্ক সিটির বাসিন্দা নোয়াখালীর সাব্বির মাহমুদ। তোফাজ্জল হোসেনের বন্ধু একই বাসে ছিলেন, তিনিও হাতে এবং পিঠে মারাত্মকভাবে জখম হয়েছেন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

তোফাজ্জল হোসেনের মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়েছে। সেখানে চলছে শোকের মাতম। এদিকে তোফাজ্জল হোসেনের নামাজে জানাজা গত ১২ নভেম্বর বাদ জোহর মসজিদ জাকারিয়ায় অনুষ্ঠিত হয়। এবং সেখানেই দাফন করা হয়। তোফাজ্জল হোসেনের দাফনের সাথে তার স্বপ্নেরও দাফন হয়েছে। কারণ যে উদ্দেশ্যে আমেরিকায় এসেছিলেন, সেই উদ্দেশ্যে সফলের আগেই তিনি বাস দুর্ঘটনায় পরাপাড়ে চলে গেলেন। আমেরিকার জীন শুরু করার আগেই স্বপ্নের সলিল সমাধী হলো। নিয়তির কী নির্মম পরিহাস।

শেয়ার করুন