০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পেনসিলভানিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক সেমিনার
মোহাম্মদ ইসলাম
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
পেনসিলভানিয়ায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক সেমিনার মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ


গত ৯ নভেম্বর শনিবার বিকালে পেনসিলভানিয়ার আপার ডার্বির মসজিদ আল-মদিনায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটি সঞ্চালনা করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি এম সালাহউদ্দিন মাহমুদ। অর্থনৈতিক মন্ত্রী ড. মো. ফজলে রাব্বী প্রবাসী আয়, বিদেশি বিনিয়োগ, ডায়াসপোরা বন্ড, পেনশন প্রকল্প, অফশোর ব্যাংকিং, ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে মূল আলোচনায় অংশ নেন।

ড. মো. মাঈন উদ্দিন বাণিজ্যিক কাউন্সিলর জিআই পণ্য প্রচারের ওপর উপস্থাপনা করেন। পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিলটন এবং কনস্যুলার শামীমা ইয়াাসমিন স্মৃতি কনস্যুলার সেবা নিয়ে বক্তব্য রাখেন। এরপর প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় প্রবাসীরা অংশ নেন। যার মধ্যে ছিলেন মসজিদ আল-মদিনার সভাপতি শেখ সিদ্দিক, প্রাক্তন সভাপতি জিয়াউর রহমান, ড. ইবরুল চৌধুরী, এবিএম আলতামাস বাবুল, আতাউর রহমান সেলিম (অলক), কাউন্সিলম্যান মো. মনছুর আলী মিঠু, মো. আরিফ হোসেন মিথুন এবং বিএসিএফ পরিচালকের সোলায়মান ইবনে মজিব অন্তু প্রমুখ। চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি এম সালাহউদ্দিন মাহমুদ সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

অন্যদিকে ওয়াশিংটন থেকে আগত মোবাইল দূতাবাসের সাত সদস্যের দল, পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিলটনের নেত্বতেৃ ৯ ও ১০ নভেম্বর আপার ডার্বির মসজিদ আল-মদিনায় সেবা প্রদান করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা প্রবাসী বাংলাদেশিদের নো ভিসা, ই-পাসপোর্ট আবেদন, পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়নসহ প্রয়োাজনীয় সেবা প্রদান করেন, যেখানে প্রায় ৭০০ জনেরও বেশি সেবা গ্রহণ করেন।

দুদিনের কার্যক্রম শেষে মসজিদের পক্ষ থেকে সভাপতি প্রাক্তন কাউন্সিলর শেখ সিদ্দিক দূতাবাস কর্মকর্তাদের ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং তাদের সেবার প্রশংসা করেন। আয়োজক কমিটির পক্ষে এবিএম আল তামাস বাবুল বলেন, ‘ওয়াশিংটন থেকে আগত দলটির ব্যবহার ও কার্যক্রম অতুলনীয় ছিল, যা সেবাগ্রহীতাদের মন জয় করেছে।’

সমাপনী বক্তব্যে পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আব্দুল হাই মিলটন আয়োজক টিমের সহযোগিতা ও আতিথিয়েতায় তার প্রশংসা করেন এবং সেবাগ্রহীতাদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরো উন্নত সেবা প্রদানের আশ্বাস দেন তিনি।

অনলাইন গ্রুপ ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলাভনিয়া’সহ আরো অনেকেই প্রচারণায় দায়িত্ব পালন করে।

শেয়ার করুন