বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচন কমিশন নির্বাচনের অফিসিয়াল ফলাফল ঘোষণা এবং নির্বাচনে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেছে। গত ৬ নভেম্বর বুধবার বিকালে সোসাইটি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রাথীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন। উল্লেখ্য, সোসাইটির দ্বিবার্ষিক (২০২৫-২০২৬) নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল ‘রুহুল-জাহিদ’ প্যানেল।
অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ জনি উপস্থিত সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার চেষ্টা করেছি। সবার সহযোগিতায় সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এরপর তিনি অফিসিয়ালী নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় কমিশনের সদস্যদের মধ্যে মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দীন, মোহাম্মদ এ হাকিম ও আহবাব চৌধুরী খোকন উপস্থিত ছিলেন।
‘সেলিম-আলী’ প্যানেলের বিজয়ীরা হলেন-সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক হাসান জিলানী এবং কার্যকরি সদস্য যথাক্রমে- মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী, মনসুর আহমেদ, হারুন চেয়ারম্যান, জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দী ও হাসান খান।
পরবর্তী সময়ে প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি নির্বাচনের ফলাফলের অফিসিয়াল কপি ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ ও সদস্যসচিব তোফায়েল ইসলাম চৌধুরীর কাছে হস্তান্তর করেন। এরপর বিজয়ী প্রার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্যরা সার্টিফিকেটগুলো বিজয়ীদের হাতে তুলে দেন।
এদিকে নির্বাচন কমিশন অফিসিয়াল নির্বাচনী ফলাফল ঘোষণার পর ‘সেলিম-আলী’ প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতা, নিরপেক্ষতা, এবং সর্বজন গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রতিটি পদক্ষেপ সুনিপুণভাবে পালন করেছে। এর ফলে নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু এবং সবার আস্থাভাজন হয়েছে। নির্বাচনের এ প্রক্রিয়াকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠা এই নির্বাচনে সবার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ভবিষ্যতের জন্যও প্রেরণাদায়ক হয়ে থাকবে।