০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১১:০৬:৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির জমজমাট আয়োজন
জলি আহমেদ
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির জমজমাট আয়োজন বক্তব্য রাখছেন এটর্নী মঈন চৌধুরী


বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি, পোশাক আর নানা আয়োজনের মেতে ওঠে তরুণ-তরুণীরা। নিউইয়র্কে বাংলাদেশীদের জন্য দেশি নাইটস ২.০ নামে জমজমাট পার্টির আয়োজন করা হয়েছে।

গত ১৫ নভেম্বর শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকায় এমন আয়োজন চলে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত। তবে আয়োজনের আগে থেকেই ই-মেইলের মাধ্যমে কিংবা বারকোড স্ক্যান করে আগ্রহীরা টিকেট সংগ্রহ করেন। সন্ধ্যার পর থেকেই ধাপে ধাপে চলে নানা আয়োজন পর্ব। কখনো জমজমাট লাইভ গান আবার কখনও ডিজের তালে নাচের সুযোগ। ট্রেডিশনাল বাঙালি পোশাক পড়ে মুহূর্তের মধ্যেই সবাই যেন হারিয়ে গেছে বাঙালি সংস্কৃতিতে। নাচ-গান আর সকলের মিলনমেলার দৃশ্যের দেখা মেলে এখানে।

নিউইয়র্কে বাঙালি এমন দেশি নাইটের আয়োজকরা হলেন আরমান বিশ্বাস, তাসমিয়া কায়েনাত, সৈয়দা জারিন, কাশফিয়া ফেরদৌস, অয়ন সরদার ও আশাতা মঞ্জু। তারা বলেন, দেশি নাইটস এনওয়াইসি টিমের উদ্দেশ্য হচ্ছে নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের সাথে ভালবাসা, যত্ন এবং সম্মানের সাথে দক্ষিণ এশীয় সংস্কৃতি উদযাপন করা। এছাড়া দেশী ছাত্রদের তাদের শিকড়ের সাথে সংযোগ করতে সাহায্য করা।

অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম আজিজ এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী। ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এম এ আজিজ বলেন, বিদেশের মাটিতে দীর্ঘদিন বসবাস করার কারণে অনেকেই নিজস্ব সংস্কৃতি ও শেকড় থেকে দূরে সরে যান। তাই এমন আয়োজন অনেক বেশি কার্যকরি আমাদের জন্য।

ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, আমেরিকার বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই দেশি নাইটের মতো আয়োজন গুরুত্বপূর্ণ। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশিও সংস্কৃতি বিকাশ প্রয়োজন।

শেয়ার করুন