১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:৩৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা জুলাই আন্দোলন নির্মূলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্ততি গ্রহনে প্রধান উপদেষ্টার নির্দেশ নিউইয়র্ক সিটির ট্যাক্সিচালকদের ইন্স্যুরেন্সে বছরে ৩০০ ডলার পর্যন্ত সাশ্রয়ের বিল পাস টিপস ও ওভারটাইম আয়ে বছরে সর্বোচ্চ সাড়ে ৩৭ হাজার ডলার পর্যন্ত করছাড় কারাগারে মুসলিম বন্দিদের শূকরজাত খাবার দেওয়ায় মামলা জাতীয় পার্টিতে গৃহবিবাদ চরমে সবকিছুতেই একটা রাজনীতি আছে : রিজওয়ানা হাসান মধ্যরাতের সংবর্ধনা শেষ পর্যন্ত প্রহসনে পরিণত তিন কারণে বিএনপির বেপরোয়ারা নিয়ন্ত্রণে আসছে না জাপায় সিনিয়ররা যে কারণে বলির পাঠা


নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির জমজমাট আয়োজন
জলি আহমেদ
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২৪
নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির জমজমাট আয়োজন বক্তব্য রাখছেন এটর্নী মঈন চৌধুরী


বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি, পোশাক আর নানা আয়োজনের মেতে ওঠে তরুণ-তরুণীরা। নিউইয়র্কে বাংলাদেশীদের জন্য দেশি নাইটস ২.০ নামে জমজমাট পার্টির আয়োজন করা হয়েছে।

গত ১৫ নভেম্বর শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকায় এমন আয়োজন চলে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত। তবে আয়োজনের আগে থেকেই ই-মেইলের মাধ্যমে কিংবা বারকোড স্ক্যান করে আগ্রহীরা টিকেট সংগ্রহ করেন। সন্ধ্যার পর থেকেই ধাপে ধাপে চলে নানা আয়োজন পর্ব। কখনো জমজমাট লাইভ গান আবার কখনও ডিজের তালে নাচের সুযোগ। ট্রেডিশনাল বাঙালি পোশাক পড়ে মুহূর্তের মধ্যেই সবাই যেন হারিয়ে গেছে বাঙালি সংস্কৃতিতে। নাচ-গান আর সকলের মিলনমেলার দৃশ্যের দেখা মেলে এখানে।

নিউইয়র্কে বাঙালি এমন দেশি নাইটের আয়োজকরা হলেন আরমান বিশ্বাস, তাসমিয়া কায়েনাত, সৈয়দা জারিন, কাশফিয়া ফেরদৌস, অয়ন সরদার ও আশাতা মঞ্জু। তারা বলেন, দেশি নাইটস এনওয়াইসি টিমের উদ্দেশ্য হচ্ছে নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের সাথে ভালবাসা, যত্ন এবং সম্মানের সাথে দক্ষিণ এশীয় সংস্কৃতি উদযাপন করা। এছাড়া দেশী ছাত্রদের তাদের শিকড়ের সাথে সংযোগ করতে সাহায্য করা।

অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম আজিজ এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী। ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এম এ আজিজ বলেন, বিদেশের মাটিতে দীর্ঘদিন বসবাস করার কারণে অনেকেই নিজস্ব সংস্কৃতি ও শেকড় থেকে দূরে সরে যান। তাই এমন আয়োজন অনেক বেশি কার্যকরি আমাদের জন্য।

ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, আমেরিকার বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই দেশি নাইটের মতো আয়োজন গুরুত্বপূর্ণ। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশিও সংস্কৃতি বিকাশ প্রয়োজন।

শেয়ার করুন