০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলাদেশে দাফন, কমিউনিটিতে শোকের ছায়া
নোয়াখালী সোসাইটির কোষাধ্যক্ষ মহিউদ্দিনের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
নোয়াখালী সোসাইটির কোষাধ্যক্ষ মহিউদ্দিনের মৃত্যু মহিউদ্দিন


নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএর কোষাধ্যক্ষ এবং কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। গত ২০ নভেম্বর বাংলাদেশের সফরত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, মা এবং ভাইসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু জানান, মহিউদ্দিন গত ৮ নভেম্বর স্ত্রী এবং শাশুড়িকে নিয়ে সৌদি আরব গিয়েছিলেন ওমরাহ পালনের উদ্দেশে। ওমরাহ পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তিনি বংলাদেশে যান। বাংলাদেশে গিয়ে ঢাকায় অবস্থান করেন। যেখানে ডাক্তারের কাছে ডাক্তার ডেঙ্গুতে আক্রান্ত বলে জানান। ডাক্তারের পরামর্শেই তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। যেদিন তিনি মারা যান সেদিনই বলছিলেন তিনি অসুস্থবোধ করছিলেন। শেষ পর্যন্ত তিনি চলে গেলেন না ফেরার দেশে। জানা গেছে, মহিউদ্দিনের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি বেগমগঞ্জে অনুষ্ঠিত হয় এবং সেখানেই পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বাবাকে শেষ বিদায় জানাতে গত ২২ নভেম্বর বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। জাহিদ মিন্টু আরো জানান, মহিউদ্দিন একজন ভালো মানুষ এবং সংগঠক ছিলেন। তাকে হারিয়ে আমাদের বড় ক্ষতি হলো। এদিকে মহিউদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে গত ২২ নভেম্বর ব্রুকলিনের বেলার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, ট্রাস্টি বোর্ডের সদস্য হাজি মফিজুর রহমান. গাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। দোয়া পরিচালনা করেন মাওলানা আনসারুল করিম। মহিউদ্দিনের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন জাহিদ মিন্টু। তার মৃত্যুতে পুরো কমিউনিটির শোকের ছায়া নেমে আসে। মহিউদ্দিন দীর্ঘদিন থেকেই ব্রুকলিনে ভাড়া বাড়িতে থাকতেন।

এদিকে মহিউদ্দিনের মৃত্যুতে সোসাইটির কার্যকরি পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সব প্রবাসীর কাছে দোয়া চান, যাতে মরহুমাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। অন্যদিকে বৃহত্তর নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে বিশেষ দোয়া এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণসভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর বাদ মাগরিব নোয়াখালী সোসাইটি ভবনে।

শেয়ার করুন